সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সেনা৷ মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে হওয়া সংঘর্ষে নিহত হল লস্করের দুই জঙ্গি৷ সেনা সূত্রে খবর, কাশ্মীরের গান্দেরওয়াল জেলায় একটি বাড়িতে লুকিয়ে ছিল ওই জঙ্গি৷ গোপন সূত্রে খবর পেয়ে সেনা বাড়িটিকে ঘিরে ফেলে৷ পালাতে ব্যর্থ হয়ে নিরাপত্তারক্ষীদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ বেশ কিছু সময় ধরে চলা সংঘর্ষের পর সেনার গুলিতে নিহত হয় দুই জঙ্গি৷ মৃত জঙ্গিদের থেকে দুটো AK-47 রাইফেল উদ্ধার করে সেনা৷ অন্য একটি ঘটনায়, রাজৌরিতে সেনার হাতে নিহত হয় এক অনুপ্রবেশকারী জঙ্গি৷
গত বছর হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা৷ সেনা ছাউনির উপর সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু সেনা জোয়ান, তাই উপত্যকায় সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিতে এবার তৎপর হয়েছে সেনা৷ গত বছর প্রায় ১০৯ জন জঙ্গি সেনার হাতে মারা পড়েছে৷ বিশেষজ্ঞ মহলের দাবি, নোট বাতিলের পর জঙ্গি সংগঠনগুলোর কোমর ভেঙে গিয়েছে তাই কাশ্মীরে শান্তি ফিরে এসেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.