ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান থেকে আসা জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গিদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের সাহায্য করার অভিযোগ ছিল। শুক্রবার হাতেনাতে তার ফল মিলল। জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ত্রাল এলাকা থেকে দুই জইশ জঙ্গিদের গ্রেপ্তার করলেন নিরাপত্তারক্ষীরা। ধৃতদের নাম রিয়াজ আহমেদ ভাট ও মহম্মদ উমের।
The two terror associates arrested have been involved in providing shelter, logistics and other support to the JeM terrorists as well as in transporting of arms/ammunition of terrorists in Tral and Awantipora areas: Jammu & Kashmir Police https://t.co/eGF8kTQpYI
— ANI (@ANI) August 14, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কাশ্মীরের বিভিন্ন জইশ জঙ্গিদের আশ্রয়ের ব্যবস্থা করে দিত ধৃতরা। এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য ব্যবস্থার পাশাপাশি সবরকম সাহায্য করত। এছাড়া ত্রাল ও অবন্তীপোরা (Awantipora) এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের অস্ত্রের যোগান দিত। বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের উপর নজর রাখছিল গোয়েন্দারা। শুক্রবার গোয়েন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে আমিরবাদ ত্রাল থেকে রিয়াজ ও আরিপাল ত্রাল এলাকা থেকে উমরকে গ্রেপ্তার করেন নিরাপত্তারক্ষীরা।
শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়, অবন্তীপোরার ত্রাল এলাকা থেকে দুই জইশ জঙ্গিকে গ্রেপ্তার হয়েছে ধৃতদের নাম রিয়াজ ও উমের। তাদের জেরা করে বাকি জঙ্গিদের খোঁজ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.