Advertisement
Advertisement

Breaking News

জেডি (এস)

কলম্বোর সন্ত্রাসবাদী হামলায় মৃত ২ জেডি (এস) সদস্য, শোকপ্রকাশ কুমারস্বামীর     

বিস্ফোরণে নিখোঁজ জেডি (এস) দলের আরও পাঁচ সদস্য৷

Two JD (S) workers killed in Sri Lanka serial blasts
Published by: Monishankar Choudhury
  • Posted:April 22, 2019 12:08 pm
  • Updated:April 22, 2019 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় সংগঠিত ধারাবাহিক বিস্ফোরণে নিখোঁজ জেডি (এস) দলের সাত সদস্য৷  এঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷  সোমবার টুইট করে এমনটাই জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী৷  ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷  

[বিস্ফোরণের পর হাহাকার শ্রীলঙ্কায়, ধস পর্যটন ব্যবসায়]

Advertisement

জানা গিয়েছে, কয়েকদিন আগেই শ্রীলঙ্কা ভ্রমণে যান জনতা দল (সেকুলার)-এর সাতজন সদস্য৷  টুমকুর ও চিকবালাপুর শহরের বাসিন্দা তাঁরা৷  দ্বীপরাষ্ট্রের অভিশপ্ত সাংগ্রিলা হোটেলে ছিলেন তাঁরা৷  রবিবার ওই বিস্ফোরণে কেঁপে উঠে ওই হোটেলটিও৷  তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁদের৷  রবিবার রাতে কে জি হনুমানথারায়াপ্পা ও এম রাঙ্গাপ্পা নামের দুই ভারতীয়র মৃত্য হয়েছে বলে জানায় ভারতীয় দূতাবাস৷  এঁরা জেডি(এস) সদস্য বলে জানা গিয়েছে৷  দলের সদস্যদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কুমারস্বামী৷ তাঁদের সঙ্গে ব্যক্তিগত স্তরেও সখ্য ছিল বলে আক্ষেপ করেছেন জেডি (এস) প্রধান৷  এদিকে, শ্রীলঙ্কায় ঘটা ধারাবাহিক বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷  আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এপর্যন্ত মৃত্যু হয়েছে ২৯০ নিরীহ মানুষের৷  বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, মৃতদের মধ্যে ছ’জন ভারতীয়৷

রবিবার অর্থাৎ ২১ এপ্রিল রাজধানী কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণ ঘটে৷ নিশানা করা হয় তিনটি গির্জা ও তিনটি পাঁচতারা হোটেলকে৷ এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ৷ অনেকের সংশয়ের তির আবার ব্ল্যাক টাইগার বা কুখ্যাত এলটিটিই-র দিকেও৷ তার মূল কারণ, হামলার ধরন৷ ঠিক যে কায়দায় এলটিটিই সক্রিয় থাকার সময়ে আত্মঘাতী হামলা চালাত, সেভাবেই গির্জা এবং হোটেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ তাহলে কি গৃহযুদ্ধ পরবর্তী ভারত মহাসাগরীয় দ্বীপে কড়া প্রশাসন থাকা সত্ত্বেও তলে তলে সক্রিয় রয়েছে ব্ল্যাক টাইগাররা? এই আশঙ্কা দৃঢ় হচ্ছে৷ পাশাপাশি আঙুল উঠছে ইসলামিক জঙ্গিদের দিকেও৷  বলা হচ্ছে, রবিবার ইস্টারের প্রার্থনা চলাকালীন গির্জা এবং হোটেলগুলিতে ধারাবাহিক হামলা গৃহযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ নাশকতা৷ কলম্বো হামলার নেপথ্যে আসলে কারা, তা তদন্ত সাপেক্ষ৷   

< blockquote class=”twitter-tweet” data-lang=”en”>

External affairs Min. @SushmaSwaraj has confirmed the death of two Kannadigas,KG Hanumantharayappa and M Rangappa, in the bomb blasts in #Colombo.
I am deeply shocked at the loss of our JDS party workers, whom I know personally. We stand with their families in this hour of grief

— H D Kumaraswamy (@hd_kumaraswamy) April 22, 2019

External affairs Min. @SushmaSwaraj has confirmed the death of two Kannadigas,KG Hanumantharayappa and M Rangappa, in the bomb blasts in #Colombo

I am deeply shocked at the loss of our JDS party workers, whom I know personally. We stand with their families in this hour of grief

— H D Kumaraswamy (@hd_kumaraswamy) April 22, 2019

             

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement