Advertisement
Advertisement

লোকসভার আগে গুজরাটে ধাক্কা কংগ্রেসের, বিজেপির পথে দুই বিধায়ক

লাইনে আছেন আরও একাধিক বিধায়ক!

Two Gujarat Congress MLAs leave party
Published by: Subhajit Mandal
  • Posted:March 9, 2019 10:21 am
  • Updated:March 9, 2019 10:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যস্তরে যোগ্য নেতার অভাব লোকসভার আগে গুজরাটে সত্যিই ভোগাচ্ছে কংগ্রেসকে। আহমেদাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে আগেই দল ছাড়লেন আরও দুই বিধায়ক। দলের রাজ্য নেতৃত্বের উপর আস্থা হারিয়েই ওই দুই বিধায়ক কংগ্রেসের হাত ছেড়েছেন বলে সূত্রের খবর। দু’জনের মধ্যে একজন আবার বর্ষীয়ান নেতা এবং চার বারের বিধায়ক জওহর ছাবদা। অপরজন সেচ কেলেঙ্কারিতে সদ্য জামিন পাওয়া পরশতম সাবারিয়া। এদের মধ্যে জওহর ছাবদা ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন। সাবারিয়াও জানিয়ে দিয়েছেন তিনিও বিজেপিতে যোগদান করবেন।

[কংগ্রেসে যোগ দিচ্ছেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল, লড়বেন লোকসভায়]

২০১৭ বিধানসভা নির্বাচনে গুজরাটে আশাতীত ফল করে কংগ্রেস। দুই দশকের মধ্যে সেটাই ছিল কংগ্রেসের সেরা ফলাফল। গুজরাট বিধানসভায় মোট ৭৭ জন বিধায়ক নির্বাচিত হন কংগ্রেসের। কিন্তু তারপর থেকে লাগাতার ভাঙন অব্যাহত রাহুলের দলে। যার সাম্প্রতিকতম উদাহরণ, এই দুই বিধায়ক। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গুজরাটে যোগ্য স্থানীয় নেতার অভাবই ভোগাচ্ছে কংগ্রেসকে। যদিও, দলত্যাগী বিধায়কদের একজন জানাচ্ছেন, কোনও কংগ্রেস নেতার বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই তাঁর। নিজের বিধানসভা এলাকায় আরও উন্নয়ন করার জন্য শাসকের হাত ধরছেন তিনি। কংগ্রেসের অবশ্য দাবি, সেচ কেলেঙ্কারিতে ফাঁসিয়ে ভয় দেখিয়ে এক বিধায়ককে দলে টেনেছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, এই শেষ নয়। লোকসভার আগে আরও বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক তাদের দলে শামিল হবেন। এদের মধ্যে সবচেয়ে বড় নাম হতে পারেন দলিত নেতা অল্পেশ ঠাকুর। রাজ্যের কংগ্রেস নেতাদের প্রতি প্রকাশ্যেই একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছেন অল্পেশ। তাঁর অভিযোগ, কংগ্রেস তাঁর সম্প্রদায়ের প্রতি সুবিচার করেনি। যদিও, এখনও সরকারিভাবে কংগ্রেস ছাড়েননি তিনি। আপাতত গুজরাট বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭২।

Advertisement

[হিন্দুদের উপেক্ষা করা হচ্ছে, রাম মন্দির ইস্যুতে সুপ্রিম কোর্টেকে তোপ আরএসএসের]

ওয়ার্কিং কমিটির বৈঠকের আছে দুই বিধায়কের দলত্যাগের খবর নিঃসন্দেহে বড় ধাক্কা রাহুল গান্ধীর জন্য। কারণ, বিধানসভায় ভাল ফলকে হাতিয়ার করে লোকসভাতেও গুজরাটকে পাখির চোখ করছেন তিনি। তাই, নির্বাচনের আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকও গুজরাটেই ডেকেছেন রাহুল। ১২ মার্চ বৈঠক শেষে সেখানেই রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রথম জনসভা করবেন প্রিয়াঙ্কা গান্ধী। একমঞ্চে দেখা যাবে রাহুল-প্রিয়াঙ্কা এবং সোনিয়াকে। সেই মঞ্চে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল। এবার গুজরাটে অন্তত ১০টি আসনকে টার্গেট করেছে কংগ্রেস। ২০১৪ লোকসভায় ২৬টি আসনের সবকটিই জিতেছিল বিজেপি। কিন্তু দলে ক্রমাগত ভাঙন রাহুলকে ভোটের আগে বেশ চাপে রাখবে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement