সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় দিদির হাতে খুন হল দুই একরত্তি বোন। এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটাওয়া জেলার এক তরুণীর বিরুদ্ধে। আরও অভিযোগ অঞ্জলি নাম্নী ওই অভিযুক্ত সব প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল। তবে শেষপর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে সে সব অপরাধ কবুল করেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। মৃত দুই শিশুকন্যা শিল্পী ও রোশনীর বয়স যথাক্রমে পাঁচ ও সাত।
তরুণীর মা সুশীলা জানিয়েছেন, তিনি বিকেলে পরিবারের বাকিদের সঙ্গে পশুখাদ্য আনতে গিয়েছিলেন ৫টা নাগাদ। কিন্তু ফিরে এসে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা। ভিতরে পড়ে রয়েছে দুই বোনের মৃতদেহ। তাদের গলা কেটে খুন (Murder) করা হয়েছে।
কেন এই কাজ করল ওই তরুণী? পুলিশের দাবি, অঞ্জলিকে কোনও আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল তার দুই বোন। আর তাই তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই মনস্থ করে সে। নৃশংস ভাবে দুজনকে খুন করে পোশাক ও খুনের অস্ত্র বেলচাও ধুয়ে ফেলে অভিযুক্ত। কিন্তু পুলিশ ঠিকই রক্তের শুকনো দাগ খুঁজে পেয়ে যায়। এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় সকলকে। তখনই নিজের অপরাধ স্বীকার করে নেয় অঞ্জলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.