Advertisement
Advertisement

Breaking News

Delhi Metro

গালে গাল ঘষে রং মাখামাখি! ফের দিল্লি মেট্রোয় অশ্লীল রিলে ক্ষুব্ধ নেটিজেনরা

মেট্রোয় রিলপ্রেমীদের দাপটে অস্বস্তি বেড়েই চলেছে সাধারণ যাত্রীদের।

Two girl Holi Celebration video Inside Delhi Metro make Controversy

দিল্লি মেট্রোয় বিতর্কিত সেই ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:March 23, 2024 8:35 pm
  • Updated:March 23, 2024 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও শুধুই অন্তর্বাস পরে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি, তো কখনও ভিড়ে ঠাসা মেট্রোয় এক চিলতে জায়গা করে নিয়ে উদ্দাম নাচ। দিল্লি হোক বা কলকাতা, মেট্রোয় রিলপ্রেমীদের দাপটে সাধারণ যাত্রীদের মাঝে মধ্যেই অস্বস্তিতে পড়তে হয়। কর্তৃপক্ষের কড়াকড়িতেও লাগাম টানা যাচ্ছে না পরিস্থিতিতে। এবার দিল্লি মেট্রোয় দুই যুবতীর অশ্লীল কাণ্ডকারখানায় বিতর্ক চরম আকার নিল।

সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে দিল্লি মেট্রোর এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রং নিয়ে শাড়ি পড়ে মেট্রোর মধ্যেই দোল উৎসবে মেতে উঠেছেন দুই তরুণী। এতদূর অবধি ঠিক ছিল। কিন্তু এরপরই দেখা যায়, দুই তরুণী মেট্রোর মেঝেতে বসে নাচ শুরু করেছেন। নাচতে নাচতে এ ওর গায়ে ঢলে পড়ছেন। গালে গাল ঘষছেন। অশ্লীলভাবে একে অপরের শরীর স্পর্শ করছেন। সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, “অঙ্গ লাগা দে রে, মোহে রঙ লাগা দে রে।” পিছনে দেখা যাচ্ছে, ওই তরুণীদের কীর্তি দেখে চরম অস্বস্তিতে বাকি যাত্রীরা। সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নিয়েছে। অবিলম্বে এই রিলপ্রেমীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে নেট নাগরিকদের তরফে।

Advertisement

[আরও পড়ুন: চার আইনে বদল, RBI-নির্বাচন কমিশনের আপত্তিও উপেক্ষা! নির্বাচনী বন্ড চালুতে মরিয়া ছিল বিজেপি?]

ওই ভিডিও দেখে সোশাল মিডিয়ায় কেউ লিখেছেন, “মেট্রোর ভেতর এহেন অশ্লীল আচরণের বিরুদ্ধে কড়া আইন আনা হোক।” একজন লিখেছেন, “এই ভিডিও দেখে আমি নিজেই অস্বস্তি বোধ করছি। ভাবুন তো পিছনে যারা বসে আছেন তাঁদের কী অবস্থা।” একজন লিখেছেন, “এটা মেট্রো স্টেশন নাকি নোংরামি করার জায়গা।” আর একজনের প্রতিক্রিয়া, “কোনও আইনের দরকার নেই। এই ধরনের ভিডিওতে প্রতি ১৫ সেকেন্ডে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হোক। তাহলেই এগুলো বন্ধ হবে।”

[আরও পড়ুন: দিল্লিতে কেজরিওয়ালের আসনে স্ত্রী সুনীতা! ভিডিও বার্তায় শোনালেন স্বামীর বক্তব্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement