Advertisement
Advertisement

Breaking News

Dead Cook

সুস্বাদু নয় চিকেন কাবাব, খাবার দোকানের রাঁধুনিকে গুলি করে ‘খুন’ দুই মদ্যপের!

খাবারের টাকা দিতে অস্বীকার করেন দুই অভিযুক্ত বলে দাবি দোকানের মালিকের।

Two Drunk Customers Shoot Dead Cook In UP Eatery | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 5, 2023 3:58 pm
  • Updated:May 5, 2023 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবেশন করা কাবাব সুস্বাদু নয়। খেয়ে তৃপ্তি হচ্ছে না। স্রেফ এই অভিযোগ তুলেই খাবারের দোকানের রাঁধুনিকে তাক করে গুলি চালানো হল! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলিতে।

বুধবার রাতে বরেলির প্রেমনগর এলাকার প্রিয়দর্শিনী নগরের একটি পুরনো খাবার দোকানে কাবাব খেতে গিয়েছিলেন দুই ব্যক্তি। খাবার দোকানের মালিক অঙ্কুর সবরওয়াল জানান, উত্তরাখণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়িতে তাঁর দোকানে আসেন দু’জন। তাঁর আরও দাবি, দুই ব্যক্তিই মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরা চিকেন কাবাব রোল অর্ডার করেছিলেন। তবে সেই রোল মুখে দিতেই পরিবেশ উত্তপ্ত হয়। কাবাবের স্বাদ ভাল লাগেনি তাঁদের। এমনকী তাঁরা রোলের টাকা দিতেও অস্বীকার করেন। আর এতেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা।

Advertisement

[আরও পড়ুন: বলিউডি কায়দায় মধ্যপ্রদেশে ভয়ংকর শ্যুট আউট, গুলিবিদ্ধ হয়ে মৃত অন্তত ৬]

রোলের জন্য ১২০ টাকা কিছুতেই দিতে চাননি ওই দুই ব্যক্তি। টাকা না দিয়েই সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। এরপরই অঙ্কুর তাঁর দোকানের রাঁধুনি নাসির আহমেদকে ১২০ টাকা আদায়ের জন্য পাঠান। কিন্তু নাসির ওই ব্যক্তিদের কাছে পৌঁছতেই ঘটে বিপত্তি। তাঁদের মধ্যে একজন রিভলভার বের করে রাঁধুনির দিকে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাসিরের। সঙ্গে সঙ্গে সেখান থেকে চম্পট দেন তাঁরা। তবে ততক্ষণে দুই অভিযুক্ত ও তাঁদের গাড়ির ছবি নিজের মোবাইলে তুলে নেন অঙ্কুর। সেই প্রমাণ তুলে ধরেই পুলিশে অভিযোগ দায়ের করেন অঙ্কুর।

পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্ত মায়াঙ্ক রাসতোগি এবং তাজিম শামসিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের জেল হেফাজত হয়েছে। জেরায় পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত মায়াঙ্ক তাঁর বাবার লাইসেন্স প্রাপ্ত রিভলভার ব্য়বহার করেই এই অপরাধ ঘটিয়েছেন। এদিকে, নাসিরকে হারিয়ে কার্যত নিঃস্ব তাঁর পরিবার। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

[আরও পড়ুন: ‘সব বিরোধীরা ঐক্যবদ্ধ হোন’, মমতার মুখে ফের একের বিরুদ্ধে এক লড়াইয়ের বার্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement