Advertisement
Advertisement

হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা, দোষী সাব্যস্ত ২

আগামী সোমবার দোষীদের সাজা ঘোষণা করবে আদালত।  

Two convicted in Hyderabad twin blasts
Published by: Monishankar Choudhury
  • Posted:September 4, 2018 12:04 pm
  • Updated:September 4, 2018 12:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় রায় দিল এনআইএ-র বিশেষ আদালত৷ মঙ্গলবার, দুই অভিযুক্ত অনীক শফিক সইদ ও ইসমাইল চৌধুরিকে দোষী সাব্যস্ত করে আদালত। তবে প্রমাণের অভাবে বেকসুর খালাস পায় অন্য দুই অভিযুক্ত। আগামী সোমবার দোষীদের সাজা ঘোষণা করবে আদালত।  

 

২০০৭ সালে হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনি পার্কে জোড়া বিস্ফোরণ হয়৷ ঘটনার প্রায় এগারো বছর পর সেই মামলার রায় ঘোষণা করল আদালত৷ ওই বিস্ফোরণে ৪২ জন নিরীহ মানুষ প্রাণ হারান৷ জখম হন অন্তত ৬০ জন৷ তেলেঙ্গানা পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং বিস্ফোরণের তদন্ত শুরু করে৷ তিনটি চার্জশিটও ফাইল করা হয়৷ চার্জশিটে নাম থাকা বেশ কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক৷ প্রায় বছর চারেক ধরে শুনানি চলার পর এই ঘটনায় চারজন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গির যোগসাজশের তথ্য সামনে আসে৷

২০১৩ সালের আগস্টে হায়দরাবাদ আদালত শফিক সইদ, মহম্মদ সাদিক, আকবর ইসমাইল চৌধুরি ও আনসার আহমেদ বাদশা শেখকে মূল অভিযুক্তের তালিকায় আনা হয়৷ এরা প্রত্যেকেই ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য৷ আপাতত চেরলাপালি কেন্দ্রীয় সংশোধনাগারেই রয়েছে তারা৷ জোড়া বিস্ফোরণের ঘটনায় জড়িত ওই চার ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জখম ও নিহতদের পরিজনেরা৷ বিস্ফোরণে জখম রহিম নামে এক ব্যক্তি বলেন, ‘‘জোড়া বিস্ফোরণে অভিযুক্তরা কঠোর শাস্তি পাবে, বহু নেতা-মন্ত্রীরাই আমাদের এই আশ্বাস দিয়েছেন৷ তা সত্ত্বেও এই মামলার রায়ের জন্য আমাদের ১১ বছর অপেক্ষা করতে হয়েছে৷ আশা করি, জোড়া বিস্ফোরণের ঘটনায় জড়িতদের কঠোর সাজা দেবে এনআইএ-র বিশেষ আদালত৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement