সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজধানীর চোখে জল৷ ফের দিল্লির নৃশংস চেহারাটা প্রকট হয়ে উঠল৷ ফের পুরুষের পাশবিক লালসার শিকার হলেন এক যুবতী৷ এক চিকিৎসক এবং দুই সহকর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন সেই হাসপাতালেরই এক অস্থায়ী মহিলা কর্মী৷ ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছেন পুলিশ৷
ঘটনা অক্টোবরের শেষ সপ্তাহের৷ প্রতিদিনের মতো সেদিনও দক্ষিণ দিল্লির মোতিবাগের মিউনিসিপাল কাউন্সিল হাসপাতালে কাজ সেরে বাড়ি যাওয়ার প্রস্ততি নিচ্ছেলেন ২৯ বছরের ওই মহিলা৷ তাঁর অভিযোগ, সেই সময়ই জোর করে তাঁকে হাসপাতালের ল্যাবে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুই ল্যাব কর্মী৷ যার মধ্যে একজনের নাম কৃষ্ণণ পাল৷ মহিলাকে ঘটনাটি ফাঁস না করার হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ পরে হাসপাতালের চিকিৎসক আফজল আলি খানের কাছে নিয়ে যাওয়া হয় মহিলাকে৷ তাঁকে স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের কেবিনে তাঁকে ধর্ষণ করে ওই চিকিৎসক৷এমনকী তিনি এও জানান, যে মালির সূত্র ধরে তিনি হাসপাতালে চাকরি পেয়েছিলেন, গত নভেম্বরে সেও মহিলাকে ধর্ষণ করে৷ আতঙ্কে প্রথমে কিছু বলতে পারেননি তিনি৷ পরে সাউথ ক্যাম্পাস থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ মহিলার বয়ান রেকর্ড করেছে পুলিশ৷
সোমবার অভিযুক্ত চিকিৎসক এবং এক ল্যাব কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ জানা গিয়েছে, গত পাঁচ মাস ধরে হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন অভিযুক্ত চিকিৎসক৷ কিন্তু এই ঘটনার পর তাঁর চুক্তি বাতিল করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ অভিযুক্ত দুই ল্যাব কর্মীকেও সাসপেন্ড করা হয়েছে৷ হাসপাতাল চত্বরের মধ্যে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও উঠেছে প্রশ্ন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.