সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেটার নয়ডায় ভেঙে পড়ল দু’টি নির্মীয়মাণ বহুতল। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও অনেকের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর চারটি দল। ডগ স্কোয়াড নিয়ে আটকে পড়া বাসিন্দাদের খোঁজার চেষ্টা এখনও চলছে। প্রায় ১২টি অ্যাম্বুলেন্সও রাখা রয়েছে।
#WATCH: Dog squad has been deployed at the building collapse spot in Greater Noida’s Shah Beri village. 4 NDRF teams are present. (earlier visuals) pic.twitter.com/yAxiXATHNB
— ANI UP (@ANINewsUP) July 18, 2018
[গোয়ার সৈকতে বসে মদ্যপান? বিপদ ডেকে আনতে পারে কিন্তু!]
জানা গিয়েছে, এদিন রাতে চারতলার একটি বহুতলের উপর ভেঙে পড়ে পাশের নির্মীয়মাণ ছ’তলা বিল্ডিং। চারতলা বিল্ডিংয়ে প্রায় ১৮টি পরিবারের বাস ছিল বলে জানা গিয়েছে। কমপক্ষে ৩০-৩৫ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ আসতে দেরি করে। অনেক পরে উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। জেলাশাসককে পুরো বিষয়টি দায়িত্ব নিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী কে পি মৌর্য।
District administration and NDRF teams are engaged in rescue and search operations. Some people are feared trapped in the rubble. Our thoughts are with the families of those who died in the incident: KP Maurya,Deputy CM on Greater Noida building collapse (file pic) pic.twitter.com/NNtAAl60vH
— ANI UP (@ANINewsUP) July 18, 2018
[ঝাড়খণ্ডে যুব মোর্চার কর্মীদের হাতে আক্রান্ত স্বামী অগ্নিবেশ]
অতিরিক্ত জেলাশাসক গৌতম বুদ্ধ নাগর জানান, কেমন করে এই দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আগে বহুতলের ধ্বংসস্তূপের তল্লাশি প্রয়োজন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশকর্মীরা একসঙ্গে মিলে সেটাই করছেন। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। ডগ স্কোয়াডও রয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা গিয়েছে। ধৃতদের মধ্যে একজন প্রোমোটার ও বাকি দু’জন তাঁর সঙ্গী বলে জানা গিয়েছে।
#UPDATE Building collapse in #GreaterNoida ‘s Shah Beri village: The three people who have been arrested in connection with the incident are the builder and his two associates
— ANI UP (@ANINewsUP) July 18, 2018
[রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত ছিল সেনার!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.