Advertisement
Advertisement

Breaking News

ছত্তিশগড়ে মাওবাদী ও সেনার গুলির লড়াইয়ে শহিদ ২ জওয়ান, জখম ১

জখম জওয়ান এ রাজ্যের বাসিন্দা৷

Two BSF jawans killed in Chhattisgarh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2018 5:24 pm
  • Updated:July 15, 2018 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মাওবাদীদের হামলায় নিহত দুই বিএসএফ জওয়ান৷ নিহতরা হলেন রাজস্থানের লোকেন্দর সিং ও পাঞ্জাবের মুকধিয়ার সিং৷ জখম আরও এক জওয়ান৷ জখম জওয়ান সন্দীপ দে পশ্চিমবঙ্গের বাসিন্দা৷ স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন তিনি৷ জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷ নিহত দুই জওয়ানের দেহ ১১৪ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফের পাখানজোরের হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে৷

[কাশ্মীরে ফের সেনা ছাউনিতে জঙ্গি হানা, শহিদ ২ জওয়ান]

মাওবাদীদের তল্লাশিতে প্রায়শই ছত্তিশগড়ের কাঙ্কের জেলার বিভিন্ন এলাকায়  তল্লাশি অভিযান চালায় সেনা৷ শনিবার রাতে সেনাবাহিনীর কাছে গোপনসূত্রে খবর যায়, পাত্রপুর থানার কাছে  মাহালা ক্যাম্প লাগোয়া জঙ্গলে লুকিয়ে রয়েছে মাওবাদীরা৷ সেই খবর পেয়েই ওই এলাকায় হানা দেন সেনা জওয়ানরা৷ তল্লাশি অভিযান চালিয়ে রবিবার সকালে ফিরছিলেন তাঁরা৷ রাইপুর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে বারকোট গ্রামের জঙ্গল লাগোয়া এলাকা দিয়ে ফেরার সময় আচমকাই সেনা জওয়ানদের ওপর হামলা চালায় মাওবাদীরা৷ শুরু হয় গুলির লড়াই৷ মাওবাদীদের পালটা জবাব দেয় সেনা জওয়ানরাও৷

Advertisement

[কাশ্মীর যাওয়ার পথে ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ১০ ভারতীয় জওয়ান]

গুলির লড়াইয়ে তিনজন জওয়ান গুলিবিদ্ধ হন৷ ঘটনাস্থলেই মারা যান দু’জনে৷ নিহতের মধ্যে লোকেন্দর সিং রাজস্থানের বাসিন্দা৷ মুকধিয়ার সিং নামে অপর এক জওয়ান পঞ্জাবের বাসিন্দা৷ গুলিবিদ্ধ অবস্থায়  সন্দীপ দে নামে আরও এক জওয়ানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রথমে অবস্থা আশঙ্কাজনক ছিল তাঁর৷ তবে চিকিৎসকদের দাবি, পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই জওয়ান চিকিৎসায় সাড়া দিচ্ছেন৷  নিহতদের দেহ ১১৪ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফের পাখানজোরের হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে৷ মাওবাদীদের হামলায় জওয়ানের মৃত্যুর ঘটনার সমালোচনার পাশাপাশি ওই দুই জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং৷

[সোপিয়ান থেকে অপহৃত ভারতীয় জওয়ান, চাঞ্চল্য উপত্যকায়]

এর আগেও কাঙ্কেরে মাওবাদীদের হামলায় শহিদ হন দুজন বিএসএফ জওয়ান৷ গত সোমবার আইইডি বিস্ফোরণে শহিদ হন ১১৪ নম্বর ব্যাটেলিয়নের দুই জওয়ান৷ গত মাসে আইইডি বিস্ফোরণে দান্তেওয়াড়ায় ২৩১ নম্বর ব্যাটেলিয়নের দুজন জওয়ান জখম হন৷ তারও আগে ২০ মে দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণে ছজন সেনা জওয়ান শহিদ হন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement