ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিজ বানানোর প্রশিক্ষণের সময় দুর্ঘটনার জেরে মৃত্যু হল দুই সেনা জওয়ানের। জখম হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুনের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় সেনা জওয়ানদের। মূলত কারিগরী শিক্ষার ক্লাস করানো হয় সেখানে। অন্যদিনের মতো বৃহস্পতিবারও প্রশিক্ষণ চলছিল। সকাল থেকেই কলেজের ছাত্রদের ব্রিজ তৈরির প্রশিক্ষণ দিচ্ছিলেন আধিকারিকরা। সেসময় আচমকা দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম হন সাতজন জওয়ান। তাঁদের মধ্যে একজন জুনিয়ার কমান্ড অফিসার (JCO) আছেন। জখমদের সেনা হাসপাতালে ভরতি করা হয়। পরে তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়।
ভারতীয় সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই ওই কলেজে দুর্গম এলাকায় কীভাবে তড়িঘড়ি ভ্রাম্যমান ব্রিজ তৈরি করা হবে তার প্রশিক্ষণ চলছিল। দুপুরবেলা আচমকা ব্রিজের একটি থাম আচমকা হড়কে যায়। আর তার নিচে পড়ে জখম হন সাতজন। তাঁদের মধ্যে একজন জুনিয়ার কমান্ড অফিসারও আছেন। পরে জখম ওই জওয়ানদের মধ্যে দু’জনের মৃত্যু হয়।
Two Indian Army soldiers have lost their lives at College of Military Engineering, Pune during bridging exercise. 5 personnel injured; More details awaited pic.twitter.com/74ZZC1vu4f
— ANI (@ANI) December 26, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.