সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীবাদ কারে কয়? প্রশ্ন উঠেই থাকে। অনেকেই তুলে থাকেন। নানা মুনির নানা মত। নানা নেতারও নানা মত। যেমনটি পোষণ করেন বিজেপি নেতা রাম মাধবের। যিনি সম্প্রতি দাবি করেছেন দ্রৌপদী বিশ্বের প্রথম নারীবাদী। এখানেও যদি থেমে যেতেন, তাহলে খবরের শিরোনামে হয়তো উঠে আসতেন না। তবে এরপরও নারীবাদের অদ্ভুত ব্যাখ্যা শোনা যায় বিজেপির সাধারণ সম্পাদকের মুখে। তাঁর মতে, দ্রৌপদীর পাঁচ স্বামী ছিলেন। অথচ তিনি নাকি কারও কথা শুনতেন না। শুনতেন কেবল নিজের সখার (শ্রীকৃষ্ণ) কথা। কিন্তু কেউ তাঁকে কখনও বিশৃঙ্খল নারী বলে না। যে মহাভারতের যুদ্ধে প্রায় ১৮ লক্ষ যোদ্ধা নিহত হয়েছেন, তা নাকি কেবল দ্রৌপদীর জন্যই হয়েছে। তাঁর একগুঁয়েমির জন্যই এ যুদ্ধের সূত্রপাত।
[ভারতীয় সেনার ভুয়ো ছবি প্রচার করে বিতর্কে কিরণ-শ্রদ্ধা]
মাধবের এ উক্তিতে নেটদুনিয়ায় নতুন করে কুরুক্ষেত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে। যুদ্ধ একপ্রকার বাধিয়েই দিয়েছেন নেটিজেনরা।
I see in @rammadhavbjp an emerging philosopher on Indian ancient mythology…..history https://t.co/41Rjt5AKzg
— LEGALLY SPEAKING (@Tarunnangia) December 18, 2017
[ভুল করে আফরাজুলকে খুন করেছি, পুলিশের জেরায় স্বীকারোক্তি শম্ভুর]
নেতাকে নারীবাদের প্রকৃত অর্থ বুঝিয়ে ছেড়েছেন তাঁরা। কেউ কেউ আবার তা করতে গিয়ে ব্যঙ্গ করে গণেশের প্রথম মস্তিষ্ক প্রতিস্থাপনের কথা তুলে ধরেছেন। কেউ আবার শিখণ্ডীকে সমকামী সম্পর্কের পথিকৃত হিসেবে দাবি করেছেন।
And Ganesha was the first case of head transplant.
— u s kakodker (@uskakodker1) December 17, 2017
And Shikhandi was the world’s first #LGBTQ rights campaigner! ✌😎
— The Onlooker (@PhaniPrasad) December 17, 2017
I always feel these so called think tank people in BJP are most shallow head and utmost idiots .What Draupadi epitomises , to understand this is beyond his comprehension
— chandan kumar (@chandan_jaihind) December 18, 2017
অতঃপর নেতাকে তুলোধনা করে নেটিজেনদের বক্তব্য নারীবাদের অর্থ জানা বিজেপি নেতার ক্ষুদ্র মস্তিষ্কের পক্ষে সম্ভব নয়। তবে তা জানার চেষ্টা তাঁর অবশ্যই করা উচিত। তাতে জ্ঞান তো বাড়তেই পারে!
[পাঞ্জাবের এই ভদ্রলোকের জন্মদিন ৩০ ফেব্রুয়ারি!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.