সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজানো সাক্ষাৎকার। উত্তরপত্র দেখে প্রশ্ন তৈরি করা হয়েছে। উনিশের প্রথম দিন সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআইকে দেওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের পর টুইটারের এমনই কটাক্ষের বন্যা। বছরের পয়লা তারিখ এএনআইয়ের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী একাধিক বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। নোট বাতিল থেকে রাজনৈতিক লড়াইয়ের সমীকরণ, রাম মন্দির থেকে সার্জিক্যাল স্ট্রাইক- সাংবাদিকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন অকপটে। আর তা নিয়েই সমালোচনা শুরু হয়েছে নানামহলে৷
কংগ্রেসের অভিযোগ, সাক্ষাৎকার পর্বটি আত্মপ্রচারে ভরা। টুইটারে কেউ লিখেছেন, ‘প্রশ্নগুলো খারাপ ছিল না, তবে উত্তর সেই মন কি বাতের মতো, নিজের কীর্তি বর্ণনা৷ স্ক্রিপ্টটা আরেকটু ভাল হওয়া দরকার ছিল’৷ কারও আবার কটাক্ষ, ‘বিজেপি বুঝতে পেরেছে, প্রধানমন্ত্রীর কিছু বলা দরকার৷ তাই সাজানো একটি সাক্ষাৎকার করানো হয়েছে৷ উত্তরগুলো নির্বাচনী প্রচারে ভাষণের মতো‘৷
অনেকের মতে, এতগুলো বিতর্কিত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা থেকেই স্পষ্ট, এটা সাজানো সাক্ষাৎকার৷ আবার কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এএনআইয়ের সাংবাদিক স্মিতা প্রকাশের পার্টনারশিপ৷ নতুন বছরের প্রথম দিন এত বড় সাক্ষাৎকার পর্বে অধিকাংশ সময়েই দেশের প্রধানমন্ত্রী আত্মপ্রশংসায় ব্যস্ত ছিলেন বলেও সমালোচনা করেছেন অনেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.