Advertisement
Advertisement

কোকাকোলা বিতর্কে টুইটারে নেটিজেনদের কোপে রাহুল গান্ধী

শুরু হয়েছে মজার মজার জোকস ও ট্রোল৷

Twitter roasts Rahul Gandhi over 'shikanji' remark
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2018 8:51 pm
  • Updated:June 11, 2018 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও নিজের মন্তব্য বা কখনও নিজের কাজের মাধ্যমে আগেও টুইটারে ক্ষোভের মুখে পড়েছেন বা ট্রল হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সেই তালিকায় নবতম সংযোজন হল শনিবার তাঁর করা ‘কোকাকোলা’ সংস্থা সংক্রান্ত একটি বক্তব্য৷ যেখানে কংগ্রেস সভাপতিকে বলতে শোনা যাচ্ছে, কোকাকোলা সংস্থার প্রতিষ্ঠাতা একজন শরবত বিক্রেতা ছিলেন৷ এরপরেই রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে মশকরার ঝড় উঠেছে টুইটারে৷ চলছে নানান মজার মজার কমেন্ট ও জোকস৷

[রাহুলের ইফতার পার্টিতে আমন্ত্রিত নন প্রণব! জল্পনা তুঙ্গে]

Advertisement

[আসন সমঝোতা হলে লোকসভা ভোটেও জোট করবে অখিলেশ-মায়াবতী]

সোমবার ছিল কংগ্রেসের সংখ্যালঘু শাখার একটি অনুষ্ঠান৷ যথারীতি সেখানে হাজির হয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সেই অনুষ্ঠানেই দলের সংখ্যালঘু কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা রাখেন সোনিয়া পুত্র৷ বক্তৃতার শুরু থেকেই কেন্দ্রের মোদি সরকারকে তুলোধোনা করতে শুরু করেন তিনি৷ বলেন, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার৷ তাঁদের কথা সরকার ভাবে না৷ কর্মক্ষম মানুষদের যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না৷ এখানেও না থেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে রাহুল গান্ধী আরও বলেন, ২.৫ লাখ কোটি টাকা দেশের ১৫ জন শিল্পপতিকে দিতে পারেন প্রধানমন্ত্রী৷ কিন্তু কৃষকদের ঋণ মকুব করতে পারেন না৷ কৃষকদের আত্মহত্যার পিছনে কেন্দ্রের পরোক্ষ মদত রয়েছে বলেও গুরুতর অভিযোগ করতে শোনা গিয়েছে তাঁকে৷

[দিল্লির এইমসে ভরতি অটলবিহারী বাজপেয়ী, গঠন করা হল মেডিক্যাল বোর্ড]

প্রথম থেকে সব ঠিক চললেও শেষের দিকে এসে বক্তৃতার সুর কাটে৷ কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে কোকাকোলা সংক্রান্ত একটি ভুল তথ্য দিয়ে ফেলেন রাহুল গান্ধী৷ বলেন, কোকাকোলা কোম্পানির প্রতিষ্ঠাতা প্রথম জীবনে একজন সিরাপ বিক্রতা ছিলেন৷ ব্যস! আর দেখে কে, রাহুলের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই টুইটারে উঠেছে মজার মজার জোকসের ঝড়৷ প্রশ্ন উঠতে শুরু করেছে কংগ্রেস সভাপতির জ্ঞানের পরিধি নিয়েও৷ প্রসঙ্গত, ১৮৮৬-এ কোকাকোলার পথ চলা শুরু৷ এই সফট ড্রিংসের আবিষ্কর্তা আটলান্টার এক ফার্মাসিস্ট৷ নাম, ডাঃ জন পেম্বেরটন৷ প্রাথমিক পর্যায়ে তিনি তৈরি করেছিলেন একটি সুগন্ধযুক্ত মিষ্টি শরবত৷ পরে তাতে যোগ করেন কার্বোনেটেড জল৷ এরপর সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় আজকের কোকাকোলা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement