Advertisement
Advertisement

বাজারে আসার আগেই ভাইরাল ২০০০ টাকার নোটের ছবি!

সত্যিই বাজারে আসছে ২০০০ টাকার নোট?

Twitter can't get over alleged pictures of Rs 2000 currency notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 6:22 pm
  • Updated:November 7, 2016 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মাসে শোনা গিয়েছিল আরবিআই নাকি চলতি বছরে প্রথমবার ২০০০ টাকার নোট বাজারে আনতে চলেছে৷ সেই খবরের সত্যতা যদিও যাচাই করা সম্ভব হয়নি, তবুও চলতি বছরে ২০০০ টাকার নোট যে এক চমক হতে চলেছে তা নিয়ে বেশ উৎসাহিত ছিল আম জনতা৷ কেমন হবে এই ২০০০ টাকার নোট?

এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এখনও কিছু জানানো না হলেও ইন্টারনেটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে অপ্রকাশিত ২০০০ টাকার নোটের ছবি৷ গোলাপি রঙের এই ২০০০ টাকার নোট নাকি আগামী ১৫ দিনের মধ্যেই বাজারে লঞ্চ করবে রিজার্ভ ব্যাঙ্ক, এমনটাই রটে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ২০০০ টাকার নোটের বান্ডিলের ছবি৷ যদিও এই ২০০০ টাকার নোট আদৌ সত্যিই বাজারে আসছে কিনা এবং এই নোট রিজার্ভ ব্যাঙ্ক ছাপিয়েছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ নোটের সত্যতা সম্পর্কেও বিশেষ কিছু শোনা যায়নি৷ তবুও নজর কেড়েছে নোটের ছবিগুলি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement