সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে বাইরের কোনও কলকাঠি বা প্ররোচনা বরদাস্ত করা হবে না৷ যে কোনও ভাবে তা আটকাতে হবে৷ নিবার্চন হবে স্বচ্ছ ও অবাধ৷ সোমবারের বৈঠকে স্পষ্ট ভাষায় টুইটার কর্তৃপক্ষকে একথা জানিয়েদিল লোকসভার সংসদীয় প্যানেল৷ পাশাপাশি সংস্থার আধিকারিকদের বলা হয়েছে, ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ স্থাপন করতে৷ যাতে নির্বাচনের মতো মহাযজ্ঞকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায়৷ জানা গিয়েছে, এই বিষয়টির সম্পর্কে তাঁদের প্রাথমিক উত্তর ইতিমধ্যে সংসদীয় প্যানেলের কাছে পাঠিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷ বাকি উত্তর পাঠানো হবে দশদিনের মধ্যে৷
[এনিডেস্ক অ্যাপ সম্পর্কে ব্যাংকগুলিকে সর্তক করল রিজার্ভ ব্যাংক ]
আজকের দিনে একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া৷ যাকে ব্যবহার করে একাধিক দেশের নির্বাচনে বাইরে থেকে কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে৷ আসন্ন লোকসভা নির্বাচনে তা প্রতিরোধ করতে তৎপর দেশের সমস্ত রাজনৈতিক দল৷ সেজন্য সোমবার টুইটারের সঙ্গে কথা বলে লোকসভার তথ্য-প্রযুক্তি সংক্রান্ত পার্লামেন্টরি কমিটি৷ সূত্রের খবর, বৈঠকে টুইটার কর্তৃপক্ষকে একাধিক নির্দেশ দিয়েছে কমিটি৷ কমিটির প্রধান অনুরাগ ঠাকুর জানান, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে কমিশনের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে টুইটারকে৷ বাইরের কলকাঠি বন্ধ করতে টুইটার কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা গ্রহণ করেছে, প্রাইভেসি পলিসিতে কী বদল এনেছে বা আনছে, তা জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ কেবল টুইটারই নয়, নজরে রয়েছে অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টরাও৷ সেকারণে আগামী ৬ মার্চ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের সঙ্গে বৈঠকে বসবে পার্লামেন্টরি কমিটি৷
[মহিলা কামরার সিঁড়িতে আটকে পুরুষের কাটা মুন্ডু! চাঞ্চল্য নাগপুর স্টেশনে]
কমিটির নির্দেশের পরই এই বিষয়ে মুখ খুলেছেন টুইটারের পাবলিক পলিসির প্রধান কোলিন ক্রোওয়েল৷ তিনি জানিয়েছেন, যে যে বিষয়ে কমিটি জানতে চেয়েছিল, তার অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছে সংস্থা৷ বাকি উত্তর আগামী দশদিনের মধ্যে দেওয়া হবে৷ উল্লেখ্য, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একাধিক দেশের নির্বাচনে বাইরে থেকে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে৷ এমনকী গোয়েন্দারা জানিয়েছেন ভারতের আসন্ন লোকসভা নির্বাচনও এভাবেই ভণ্ডুল করতে পারে বাইরের হ্যাকাররা৷ যা প্রতিহত করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.