প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে জোড়া দুর্ঘটনা উত্তরপ্রদেশে। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে দুটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান ৬জন। মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশুও। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে স্কুল পড়ুয়াদের একটি ভ্যান। পরীক্ষা দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। আহত ৬।
মঙ্গলবার ভোর রাতে প্রথম দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বালিয়া এলাকায়। এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ বালিয়ার বাইরিয়া থানার সামনে দুটি গাড়ি ও একটি পিক-আপ ট্রাকের সংঘর্ষ হয়। যার জেরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। খবর পেতেই দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছয়। সকলকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। এর পর গুরুতর আহতদের সেখান থেকে বারাণসীর একটি হাসাপাতলে স্থানান্তর করা হয়। এই বিষয়ে বালিয়ার পুলিশ সুপার দেব রঞ্জন ভর্মা জানিয়েছেন, “এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। হতাহতেরা এদিন একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন।”
অন্যদিকে, এদিনই আরেকটি দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের অন্য আরেকটি জায়গায়। সেরাজ্যের শাহজাহানপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে স্কুল পড়ুয়াদের একটি ভ্যান। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ ছাত্র-ছাত্রীর। আহত হয়েছে অন্তত ৬ জন। সকলের চিকিৎসা চলছে। তবে আহতদের অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, তারা সকলে পরীক্ষা দিতে যাচ্ছিল। এনিয়ে সেখানকার পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, ভ্যানের টায়ার ফেটে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেসময় ১০জন পড়ুয়া ছিল গাড়ির ভিতরে। তবে সংশ্লিষ্ট স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পথ কুকুর ভ্যানের সামনে এসে পড়ায় তাকে বাঁচাতে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.