Advertisement
Advertisement
Ranthambore

রণথম্ভোরে উধাও ২৫ বাঘ! তদন্তে তিন সদস্যের কমিটি গঠন বনদপ্তরের

এই উদ্যানে বাঘ-বাঘিনীর সংখ্যা ছিল ৭৫।

Twenty-five tigers missing from Ranthambore
Published by: Amit Kumar Das
  • Posted:November 6, 2024 8:53 am
  • Updated:November 6, 2024 8:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব‌্যাঘ্র অন্তর্ধান রহস্যে জেরবার রণথম্ভোর জাতীয় উদ‌্যান। এক বছরের মধ্যে পর পর নিখোঁজ ২৫টি বাঘ। রাজস্থানের সোয়াই মাধোপুরের রণথম্ভোর জাতীয় উদ‌্যানের এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উদ‌্যানে বাঘ-বাঘিনীর সংখ‌্যা ৭৫।

বন দপ্তরের একটি সূত্রের দাবি, গত এক বছরে ৭৫টির মধ্যে ২৫টি বাঘ নিখোঁজ। তার মধ্যে আবার না কি, ১১টি বাঘের গতিবিধির উপর নজরই রাখা যায়নি। শুধু তাই নয়। ১৪টি বাঘ কীভাবে উদ‌্যান থেকে এভাবে উধাও হয়ে গেল, সে সম্পর্কে বন দপ্তরের কাছে নাকি কোনও খবরই ছিল না বলেও জানিয়েছে ওই সূত্র। এদিকে এই ঘটনা জানাজানি হতেই চারদিকে হুলস্থুল পড়ে গিয়েছে। তদন্তের জন‌্য ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি গড়া হয়েছে। কমিটিতে রয়েছেন মুখ্য বন সংরক্ষক, বন সংরক্ষক এবং ডেপুটি বন সংরক্ষক।

Advertisement

গত ১৪ অক্টোবর প্রকাশিত বাঘ নজরদারির রিপোর্ট অনুযায়ী, যে ২৫টি বাঘ গত এক বছরে উদ‌্যান থেকে নিখোঁজ হয়েছে, তার মধ্যে ১১টি বাঘ কোথায়, সে সম্পর্কে কোনও পোক্ত প্রমাণ মেলেনি। রাজস্থানের মুখ‌্য বন সংরক্ষক পবনকুমার উপাধ্যায় এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। সেই কমিটি দু’মাসের মধ্যে বাঘেদের নিখোঁজ হওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করবে। এক বছরের মধ্যে কী করে এতগুলি বাঘ উদ‌্যান থেকে বেহদিশ হয়ে গেল, এর নেপথ্যে প্রকৃত কারণ ঠিক কী, সত্যিই কি বাঘগুলির নজরদারিতে কোনও খামতি ছিল–এই ধরনের বহু প্রশ্নের উত্তর জানতে কমিটি তদন্ত চালাচ্ছে।

একইসঙ্গে গোটা ঘটনায় অন্তর্ঘাতের তত্ত্ব রয়েছে কি না বা উদ‌্যানের কোনও কর্মী বা আধিকারিকের গাফিলতির জেরেই এমন ঘটনা ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে বন দপ্তর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement