সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি সাংসদের বাড়িতে বিয়ে৷ আর তা নিয়েই যত মাথাব্যথা দিল্লির মুখ্যমন্ত্রীর৷ বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার মেয়ের বিয়ের খরচ আসছে কোথা থেকে? সবটাই কি চেকে টাকা দেওয়া হচ্ছে? খরচ কি আড়াই লক্ষের মধ্যে বাঁধা আছে? টুইটে কেজরিওয়ালের প্রশ্ন একাধিক৷ আর তার উত্তর দিতে গিয়েই কেজরিওয়ালের সঙ্গে টুইট যুদ্ধে নামলেন মহেশ শর্মা৷
भाजपा सांसद महेश शर्मा की बेटी की शादी है। क्या सारी चेक से पेमेंट कर रहे हैं? क्या ढाई लाख रुपए में शादी कर रहे हैं? उनके नोट कैसे बदले गए?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 28, 2016
পাল্টা টুইটে কেজরিওয়ালের ভুল সংশোধন করে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীর জবাব, দিল্লির মুখ্যমন্ত্রীর বোধহয় জানা নেই আমার মেয়ের নয়, ছেলের বিয়ে হচ্ছে৷ আগে খবরটা ঠিক মত জেনে তবেই মন্তব্য করা উচিত বলেও কটাক্ষ করেন তিনি৷ পাশপাশি মহেশ শর্মা এও জানিয়ে দেন টাকা ব্যাঙ্কের মাধ্যমেই দেওয়া হচ্ছে৷
अपनी जानकारी सही करिये। मेरे बेटे की शादी है। जी हाँ, सभी पेमेंट बैंक के माध्यम से की जा रही है। https://t.co/zXsr2ikMXb
— Dr. Mahesh Sharma (@dr_maheshsharma) November 28, 2016
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ নোটবাতিল ইস্যুতে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হতেও দেখা গিয়েছে কেজরিওয়ালকেও৷ দেশে নোট বাতিল ইস্যুতে সাধারণ মানুষ যখন ভুগছে, তখন বিজেপি নেতাকে বিঁধতে বিন্দুমাত্র কসুর করলেন না কেজরি ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.