Advertisement
Advertisement

Breaking News

যৌন হেনস্তার অভিযোগে বিনোদন ওয়েবসাইটের সিইও-কে সমন পাঠাল পুলিশ

ব্লগে অভিযোগ মহিলাকর্মীদের৷

TVF CEO Arunabh Kumar faces molestation charge, summoned by Mumbai Police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2017 10:04 am
  • Updated:December 24, 2019 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদনমূলক ‘দ্য ভাইরাল ফিভার’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও সিইও অরুণাভ কুমারকে সমন পাঠাল মুম্বই পুলিশ৷ তাঁর বিরুদ্ধে সংস্থার মহিলাকর্মীদের যৌন হেনস্তা করার অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ৷ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ (যৌন হেনস্তা) ও ৫০৯ (মহিলার সম্মানহানি) ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ৷

চলতি মাসের গোড়ার দিকে টিভিএফ-এর এক প্রাক্তন মহিলাকর্মী তাঁর ব্যক্তিগত ব্লগে অরুণাভ কুমারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন৷ সেই ব্লগটি ভাইরাল হয়ে যায়৷ নিগৃহীতার দেখানো পথে কুমারের বিরুদ্ধে একই অভিযোগে সরব হন আরও বেশ কয়েকজন মহিলা ও টিভিএফ কর্মী৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওয়েবসাইটটির সিইও৷ আইআইআই গ্র্যাজুয়েট অরুণাভ কুমার ২০১১ সালে বিনোদনমূলক ওয়েবসাইটটির প্রতিষ্ঠা করেন৷ ওয়েবসাইটটি দাবি করেছে, যে মহিলা নাম গোপন করে ব্লগটি পোস্ট করেছেন, তিনি যেন সংস্থার কাছে নিজের অভিযোগ দায়ের করেন৷ সেক্ষেত্রে সংস্থা তাদের অভ্যন্তরীণ নিয়মমাফিক অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement