সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমার মাথাই আমার শত্রু।’ রীতিমতো সুইসাইড নোট লিখে আত্মহনন। বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন টিভি চ্যানেলের উপস্থাপিকা। এমনই অভিযোগ উঠেছে। আত্মঘাতী উপস্থাপিকার নাম রাধিকা রেড্ডি(৩৬)। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মুসাপেট এলাকায়।
উল্লেখ্য, একটি ১৪ বছরের মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে ওই উপস্থাপিকার। মাস ছয়েক আগে বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে ছেলেকে নিয়ে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন রাধিকা। তাঁর বাড়ি মুসাপেট এলাকার একটি বহুতলের পাঁচতলায়। এদিন রাতে অফিস থেকে ফেরার পর ফ্ল্যাটে না ঢুকে সোজা ছাদে চলে যান রাধিকা। আগের থেকে নিজেকে তৈরিই রেখে ছিলেন শেষ মুহূর্তের জন্য। তাই সুইসাইড নোটও লিখে রেখে যান। নোটেই মৃত্যুর কারণে উল্লেখ করেছেন, ‘আমার মাথাই আমার শত্রু’। রাতে ঘটনাটি ঘটায় সঙ্গে সঙ্গে সবার দৃষ্টিগোচর হয়নি। তবে মহিলাকে পড়ে থাকতে দেখা মাত্রই শুরু হয়ে যায় তৎপরতা। আবাসন চত্বর থেকে তুলে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাধিকাকে। ততক্ষণে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে। মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি হাত, পা-সহ শরীরের বেশকিছু হাড়ও ভেঙেছে। হাসপাতালের চিকিৎসকরা রোগীকে দেখে মৃত বলে ঘোষণা করে।
এই প্রসঙ্গে কুকটপল্লি থানার পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদেই রাধিকা রেড্ডি আত্মঘাতী হয়েছেন হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে উপস্থাপিকার প্রাক্তন স্বামীর সঙ্গেও কথা বলতে পারে পুলিশ।
প্রসঙ্গত, অবসাদে আত্মহননের ঘটনা দিনকে দিন বাড়ছে। একদিন আগেই কলকাতার উঠতি মডেল দোতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি শহরের একটি সরকারি হাসপাতালে ভরতি রয়েছেন। মনোবিদদের মতে, এই সব পেশায় বেশি প্রতিযোগিতা থাকে। অনেকেই অনেক সময় সেই প্রতিযোগিতার রেশ ধরে চলতে পারেন না। পিছিয়ে পড়ার আতঙ্কে সর্বদা কাঁটা হয়ে থাকেন। কেউ বা প্রথমে সাফল্য পেয়ে তারপর আচমকাই পিছিয়ে পড়েন। খ্যাতি হারানোর যন্ত্রণায় একটু একটু করে তাঁকে হতাশা গ্রাস করে। এই হতাশাই এক সময় মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। তবে রাধিকা রেড্ডির ক্ষেত্রে কোন কারণ ঘটেছে তা তদন্তের ফলাফল জানা গেলেই স্পষ্ট হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.