Advertisement
Advertisement

Breaking News

Supertech Promotor

বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ, নয়ডার ভেঙে ফেলা জোড়া বহুতলের প্রোমোটার গ্রেপ্তার

গ্রেপ্তার করল ED।

Tuesday Supertech Promotor RK Arora Arrested In Money Laundering Case | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 28, 2023 9:49 am
  • Updated:June 28, 2023 10:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের ২৮ অগস্ট বিস্ফোরকে মাটিতে মিশিয়ে দেওয়া হয় নয়ডার টুইন টাওয়ার। এবার সেই জোড়া ইমারত এমারেল্ড কোর্টের প্রোমোটারকে আরকে অরোরাকে গ্রেপ্তার করল ইডি (ED)। তাঁর বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, নির্মাণকারী সংস্থা সুপারটেকের কর্ণধার অরোরার বিরুদ্ধে ২০টিরও বেশি বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। সেই সূত্রেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

অরোরার সংস্থা সুপারটেক ৩২ তলা যমজ বহুতল নির্মাণ করেছিল। যদিও বেআইনি নির্মাণ নিয়ে আপত্তি তুলেছিলেন নয়ডার বাসিন্দারা। সুপারটেকের কর্ণধার অবশ্য দাবি করেছিলেন, আইন মেনেই নির্মাণ কাজ চালানো হয়। বিতর্ক দানা বাধলেও ওই বহুতলের প্ল্যানিংয়েও বদল ঘটাননি তিনি। যদিও মামলা ওঠে আদালতে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কোটি খরচে নির্মাণ করা বেআইনি বহুতল ধ্বংসের নির্দেশ দেয়। সেই মতো দশ মাস আগে বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয় নয়ডার টুইন টাওয়ার অ্যাপেক্স এবং সেয়ান-কে।

Advertisement

[আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোরালো সওয়াল মোদির, মাঝরাতে বৈঠকে মুসলিম ল বোর্ড]

সুপারটেকের কর্ণধার আরকে আরোরার বিরুদ্ধে উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানায় ২০টিরও বেশি বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত এফআইআর দায়ের হয়েছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট বুকিংয়ের সময় ক্রেতাদের থেকে মোটা অঙ্কের অগ্রিম নিলেও সময়মতো ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর করা হয়নি। যাবতীয় অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ীকে। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে।  

[আরও পড়ুন: হিংসা থামার লক্ষণ নেই, অগ্নিগর্ভ মণিপুরে যাচ্ছেন রাহুল গান্ধী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement