ছবি: পিটিআই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যেও ‘ইন্ডিয়া’ জোটে জট! মঙ্গলবার একপেশে ভাবে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ১৬টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে দিল অখিলেশ যাদবের (Akhilesh Yadab) সমাজবাদী পার্টি (Samajwadi Party)। উল্লেখ্য, কংগ্রেসকে (Congress) ১১টি আসন ছাড়বে বলে প্রস্তাব দিয়েছিল ‘সপা’। ওই বিষয়ে রাহুল গান্ধীর দল এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। এর মধ্যেই উত্তরপ্রদেশের ১৬ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন অখিলেশ।
অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল প্রার্থী হচ্ছেন মেইনপুরীতে। শফিকুর রহমান বার্ক এবং রবিদাস মেহরোতা দাঁড়াচ্ছেন যথাক্রমে সমভাল এবং লখনউতে। সমাজবাদী পার্টির প্রথম তালিকার ১৬ জনের মধ্যে ১১ জন ওবিসি, একজন মুসলিম, একজন দলিত, একজন ঠাকুর, একজন ট্যান্ডন এবং একজন ক্ষেত্রি সম্প্রদায়ের। রবিবারই জোট বদলে বিজেপির সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, লোকসভায় একাই লড়বেন। এই আবহে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠক ছাড়াই অখিলেশের প্রার্থী ঘোষণা তাৎপর্যপূর্ণ। যদিও এই বিষয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে অপ্রত্যাশিতভাবে ইন্ডিয়া জোটকে হারিয়ে দিয়েছে বিজেপি (BJP)। জোট বেঁধেও গেরুয়া শিবিরকে হারাতে পারল না আপ এবং কংগ্রেস। ভোট গণনার সময় দেখা যায়, বিজেপি ১৭টি এবং বিরোধী শিবির ১৯টি ভোট পেয়েছে। কিন্তু এর পরই বদলে যায় ফলাফল। প্রিসাইডিং অফিসার ৮টি ভোট বাতিল ঘোষণা করেন। ফলাফল গিয়ে দাঁড়ায় বিজেপি ১৬ এবং ইন্ডিয়া জোট ১২। বিজেপি প্রার্থী মনোজ সোনকার মেয়র ঘোষিত হন। সবখানেই বেকায়দায় বিরোধী জট। যা তৃতীয়বার মোদির গদিতে ফেরার পথ মসৃন করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.