Advertisement
Advertisement

Breaking News

Hero Motocorp

আর্থিক তছরুপের অভিযোগ, হিরো মোটোকর্পের চেয়ারম্যানের বাড়িতে ED

শিল্পপতির দিল্লি এবং গুরুগ্রামের বাড়িতে তল্লাশি চালানো হয়।

Tuesday ED raids Hero Motocorp chairman over money laundering case | Sangabad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 1, 2023 5:00 pm
  • Updated:August 1, 2023 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ব্যস্ততা তুঙ্গে। রোজই কোনও না কোনও প্রভাবশালী ব্যক্তির বাড়িতে হানা দিচ্ছে ইডি (Enforcement Directorate)। মঙ্গলবার দেশের অন্যতম বড় মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা হিরো মোটোকর্পের (Hero MotoCorp) চেয়ারম্যান পবন মুঞ্জলের (Pawan Munjal) বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিল্পপতির দিল্লি (Delhi) এবং গুরুগ্রামের (Gurugram) বাড়িতে তল্লাশি চালানো হয়। উল্লেখ্য, আর্থিক তছরুপের (Money Laundering) অভিযোগ উঠেছে পবনের বিরুদ্ধে।

মূল তদন্ত শুরু করে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। হিসেব বহির্ভূত বিদেশি মুদ্রা নিয়ে তদন্ত চালাচ্ছিল ডিআরআই। এর পর স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করে ইডি। পবনের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রুজু করা হয়। মঙ্গলবার হিরো মোটোকর্পের সংস্থার চেয়ারম্যানের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে হইচই পড়ে গেলেও অভিযান নিয়ে ইডির তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের মার্চ মাসে পবন এবং তাঁর সংস্থায় হানা দিয়েছিল আয়কর দপ্তর। যদিও সংস্থার তরফে দাবি করা হয়েছিল, হানা নয়, নেহাত নিয়মমাফিক অনুসন্ধান চালিয়েছিল আয়কর দপ্তর।

Advertisement

[আরও পড়ুন: ঋণ দেবেন চিনা ব্যাংক কর্তা! রাজস্থানে বসে কলকাতায় ফাঁদ, তদন্তে লালবাজার]

প্রসঙ্গত, ২০০১ সালে প্রথমবার বিশ্বের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক হয়ে ওঠে হিরো মোটোকর্প। একটি ক্যালেন্ডার বছরে মোটর সাইকেল বিক্রির পরিপ্রেক্ষিতে। এবং গত ২০ বছর ধরে নিজেদের এই অবস্থান ধরে রেখেছে হিরো। এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার ৪০টি দেশে উপস্থিতি রয়েছে হিরো মোটোকর্পের।

[আরও পড়ুন: ‘ছেড়ে দিন, বাড়ি যাব’, সামান্য সুস্থ হতেই চিকিৎসকদের কাছে ‘আবদার’ বুদ্ধদেব ভট্টাচার্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement