ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চূড়ান্ত অমানবিকতা। ভুল করে ট্রেনের বাতানুকূল কামরায় উঠে পড়ায় এক মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের (TTE) বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ স্টেশনে (Faridabad Station)। কপাল জোরে প্রাণরক্ষা হলেও ঘটনায় গুরুতর আহত হয়েছেন বছর চল্লিশের ওই মহিলা। টিকিট পরীক্ষকের এমন চরম অমানবিক আচরণের ঘটনায় হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ (RPF)। যদিও এখনও গ্রেপ্তার করা হয়নি অভিযুক্ত ওই টিকিট পরীক্ষককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ ফেব্রুয়ারি ঝাঁসি (Jhansi) যাওয়ার জন্য ফরিদাবাদ স্টেশনে এসেছিলেন এসজিএম নগরের বাসিন্দা বছর চল্লিশের ভাবনা। দুপুর ১২ টা ১৫ নাগাদ ঝিলম এক্সপ্রেসের বাতানুকূল কামরায় উঠে পড়েন তিনি। এর পরপরই সেখানে উপস্থিত হন টিকিট পরীক্ষক এবং ওই মহিলাকে ট্রেন থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন তিনি। ততক্ষণে চলতে শুরু করেছে ট্রেন। টিকিট পরীক্ষকের কাছে মহিলা অনুরোধ করেন, তাড়াহুড়োয় ভুল করে এই কামরায় উঠে পড়েছেন তিনি। পরের স্টেশন এলেই নেমে যাবেন। তবে সে কথা কানে না তুলেই মহিলার ব্যাগ ট্রেন থেকে ফেলে দেন অভিযুক্ত টিকিট পরীক্ষক। এর পর ট্রেন থেকে ধাক্কা দিয়ে স্টেশনে ফেলে দেওয়া হয় মহিলাকে।
বেকায়দায় ট্রেন থেকে ছিটকে পড়ে স্টেশন ও ট্রেনের মাঝে পা আটকে যায় ওই মহিলার। এই ঘটনা দেখতে পেয়ে এক পুলিশ কর্মী চেন টেনে গাড়ি থামিয়ে উদ্ধার করেন ওই মহিলাকে। জানা গিয়েছে, ঘটনার জেরে ডান পা ভেঙে গিয়েছে ওই মহিলার, মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুটা সুস্থ হয়ে ওই মহিলা অভিযোগ দায়ের করেন। এই ঘটনা প্রসঙ্গে রেল পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই টিকিট পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেদিনের ভয়াবহ ঘটনার কথা স্মরণ করে ওই মহিলা বলেন, সেদিন অমানবিকতার সব সীমা পার করেছিলেন ওই টিকিট পরীক্ষক। তাঁর কাছে সাধারণ কোচের টিকিট ছিল। ভুল কোচে ওঠার জন্য টিকিট পরীক্ষককে জরিমানা করারও আবেদন জানান মহিলা। অনুরোধ করেন, পরের স্টেশন পৌঁছনো পর্যন্ত তাঁকে যাতে ওই কামরায় থাকতে দেওয়া হয়। তবে কোনও কথা না শুনেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.