Advertisement
Advertisement
ট্রাম্পের সফর-প্রস্তুতি ঘিরে কটাক্ষ শিব সেনার

গরিবি লুকোতে কোটি টাকার দেওয়াল, ট্রাম্পের সফর-প্রস্তুতি ঘিরে কটাক্ষ শিব সেনার

প্রশ্নের মুখে মার্কিন প্রেসিডেন্টের সফরের যৌক্তিকতাও।

Trump's India visit preparation shows slave mentality, says Shiv Sena
Published by: Paramita Paul
  • Posted:February 17, 2020 3:19 pm
  • Updated:February 17, 2020 3:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের তিনঘণ্টার গুজরাট সফরের প্রস্তুতিতে খরচ হচ্ছে ১০০ কোটি টাকা। এমনকী সেই রাজ্যের গরিবি ঢাকতে দু’দিকে দেওয়াল গড়ছে সরকার। এবার সেই প্রস্তুতি নিয়ে প্রাক্তন জোটসঙ্গী বিজেপিকে একহাত নিল শিব সেনা। তাঁদের মুখপাত্র সামনার সম্পাদকীয়তে মোদি সরকারের এই প্রস্তুতির মানসিকতাকে দাসত্বের সঙ্গে তুলনা করা হয়েছে। একইসঙ্গে শিব সেনার দাবি, ট্রাম্পের এই সফর বিদেশের বাজারে ভারতীয় মুদ্রা দামের পতন আটকাতেও সাহায্য করবে না। আবার ওই পাঁচিলের পিছনে থাকা বস্তিগুলির উন্নয়নেও ট্রাম্প কোনও সাহায্য করবেন না। স্রেফ রাজনৈতিক ফায়দার জন্যই মোদি-ট্রাম্পের বোঝাপড়া রয়েছে। শিব সেনার কটাক্ষ, “গরিবি লুকোতে বলছে মোদি।”

২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে স্বাগত জানানোর জন্যে সেজে উঠছে আহমেদাবাদ। আর এই শহরকে সাজাতে দিলখোলা হয়ে খরচ করছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ট্রাম্পকে স্বাগত জানাতে বাজেট বাধা হয়ে না দাঁড়ায়। রাস্তা সারানো থেকে শুরু করে শহরকে আরও সুন্দর করে তোলার দায়িত্ব ভাগ করে নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আরবান ডেভলপমেন্ট অথরিটি। সূত্রের খবর, শহরকে সাজানোর জন্য প্রত্যেক বিভাগকে হাত খুলে খরচ করার নির্দেশও দেওয়া হয়েছে। মোট খরচ হচ্ছে ১০০ কোটি টাকা।

Advertisement

[আরও পড়ুন : জামিয়া কাণ্ডে আদালতের রোষের মুখে দিল্লি পুলিশ, ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ]

এই বিপুল খরচ নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেছে শিব সেনা। তাঁদের তরফে সামনায় লেখা হয়েছে, “যেন ‘বাদশাহ’ নগর পরিদর্শনে আসবেন এমন করে আহমেদাবাদকে সাজানো হচ্ছে। যেভাবে স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে রানি ভিক্টোরিয়া ভারত সফরে আসতেন, ট্রাম্প যেন সেভাবেই ভারত সফরে আসবেন! করদাতাদের টাকা খরচ করে পরিদর্শনে আসা ব্রিটিশ প্রভুদের যেভাবে খুশি করা হত। এখনও সেই একই কাজ করা হচ্ছে। মোদি সরকারের প্রস্তুতি সেই দাসত্বের কথা মনে করিয়ে দিচ্ছে।”

[আরও পড়ুন : বিধ্বংসী আগুনের গ্রাসে GST ভবন, প্রচুর গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা]

মোদিকে সরাসরি আক্রমণ করে শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে, “ইন্দিরা গান্ধী একসময় গরিবি হঠাও ডাক দিয়েছিলেন আর এখন মোদী বলছেন, গরিবি ছুপাও।” সেকারণেই আহমেদাবাদে বস্তি ঢাকতে ১০০ কোটি টাকা খরচ করে দেওয়াল তোলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সামনায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement