সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে জিতেছেন অপ্রত্যাশিতভাবে। প্রেসিডেন্ট পদে বসেই নিয়েছেন বিতর্কিত অভিবাসন নীতি। প্রশংসার থেকে সমালোচনাই বেশি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চারদিকে সমালোচনার পাত্র হলেও ভারতের ক্ষেত্রে শাপে বর হবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। এমনটাই মনে করেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।
জিও-র ফ্রি পরিষেবার সুনামিতে ভাটার টান
বুধবার থেকে মুম্বইতে শুরু হওয়া ন্যাসকম লিডারশিপ ফোরামে এই কথা বলেন আম্বানি। তিনি জানান, ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলির ফলে আইটি কোম্পানিগুলি এবার দেশের বাজারে মনোযোগ দেবে। ভারতের মধ্যেই সমস্যার সমাধান করা চেষ্টা করবে। আর ভারতবর্ষ নিজেই একটা বিশাল বড় বাজার।
মাত্র ১০০ টাকা চুরির অভিযোগ, অপমানে আত্মঘাতী কিশোর
এখন আমাদের কাছে খুব বড় একটা সুবিধা রয়েছে। ডিজিটাইজেশন। এই ডিজিটাইজেশনের ফলেই যোগাযোগ বাড়বে। আর ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ উন্মুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের মধ্যে গুটিয়ে না থেকে পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই অগ্রগতির পথ সুগম হবে বলে জানান আম্বানি। বাইরের বিশ্ব হয়তো প্রাচীর তুলতে চায়। কিন্তু তিনি মনে করেন, ভারতের মতো দেশের সেই বিষয় নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। তবে মুক্ত বাণিজ্যের দ্বার হামেশা উন্মুক্ত রাখা উচিত এবং সেই সঙ্গে যোগযোগও বজায় রাখা দরকার। তাতেই দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।
রাফালে যুদ্ধবিমানে উড়ান ভরলেন অনিল আম্বানি
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.