Advertisement
Advertisement
Manipur

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ বিধায়কদের! মণিপুরে মহাসংকটে বিজেপি

মণিপুরের ১০ থেকে ১২ জন বিজেপি বিধায়ক দিল্লিতে এসেছেন বলে জানা যাচ্ছে।

Trouble brews for Manipur CM N. Biren Singh। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 18, 2023 4:07 pm
  • Updated:April 18, 2023 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্বস্তিতে মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর দলের বেশ কয়েকজন বিধায়ক গিয়েছেন নয়াদিল্লিতে। উদ্দেশ্য বীরেনের বিরুদ্ধে ‘নালিশ’ জানানো। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ১০ থেকে ১২ জন বিজেপি (BJP) বিধায়ক কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ চাইতে রাজধানীতে এসেছেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হোক বীরেনকে। না হলে অন্তত রাজ্যের মন্ত্রিসভার পুনর্বিন্যাস।

ঠিক কী কারণে বীরেন সিংয়ের প্রতি এই অসন্তোষ? নামপ্রকাশে অনিচ্ছুক এক ‘বিদ্রোহী’ বিধায়ক এবিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”বিজেপি যে মণিপুর ও উত্তরপূর্ব ভারতে জমি পেয়েছে তার পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্ব। কিন্তু রাজ্য বিজেপির কারণে আমাদের বেশ কিছু ইস্যুর মুখে পড়তে হয়েছে। মণিপুরের নেতৃত্ব গণতান্ত্রিক নয়। যেন রাজতন্ত্র চলছে। আমরা চাই এই ইস্যুগুলির সমাধান হোক।”

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তির পরিমাণ ১৬০০ কোটি, কৃষি ও ব্যবসা আয়ের উৎস, হলফনামা কর্ণাটকের মন্ত্রীর]

গত মাসেই মণিপুর সরকার সিদ্ধান্ত নিয়েছিল ‘সাসপেন্স অফ অপারেশন মুভমেন্ট’ চুক্তির অপসারণের। ২০০৮ সালের ২২ আগস্ট কুকিদের দুটি সংগঠন কুকি ন্যাশনাল অরগানাইজেশন (KNO) এবং ইউনাইটেড পিপলস ফ্রন্ট (UPF) চুক্তি করে কেন্দ্রের সঙ্গে। সেই চুক্তি অপসারিত হয় মার্চে। এর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে ‘বিদ্রোহী’ বিধায়কদের।

সব মিলিয়ে অস্বস্তি ক্রমেই বাড়ছে মণিপুরের মুখ্যমন্ত্রীর। কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক থকচম রাধেশ্যাম সিং মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তখন থেকেই বোঝা গিয়েছিল বিদ্রোহের আঁচ। এবার তা আরও স্পষ্ট হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: শুনানির মাঝেও সমলিঙ্গ বিবাহ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি কেন্দ্রের, ওড়াল সুপ্রিম কোর্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement