মাসুদ আহমেদ: দিন দুই বাদেই জম্মুতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বিলোপের পর এটাই মোদির প্রথম রাজনৈতিক সফর। তার ঠিক আগে আগে বড়সড় সেনা-জঙ্গি সংঘর্ষ জম্মুতে। টানা গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত একজন নিরাপত্তারক্ষী শহিদ হয়েছেন। আরও অন্তত ৪ জন আহত হয়েছেন বলে খবর। ওই সংঘর্ষে দুই জঙ্গিও নিকেশ হয়েছে।
২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর আগামী রবিবার জম্মুতে প্রথমবার প্রকাশ্য জনসভা করার কথা মোদির। উপত্যকার হাজার হাজার পঞ্চায়েত সদস্য এবং গ্রামসভার সদস্য ওই বৈঠকে উপস্থিত থাকবেন। তার ঠিক আগে আগে এই সংঘর্ষ প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। আসলে প্রধানমন্ত্রীর সফরের আগে জম্মু (Jammu) শহরের নিরাপত্তা এমনিতেই আঁটসাঁট করা হচ্ছিল। মোদির নিরাপত্তা খতিয়ে দেখতে গিয়েই নিরাপত্তারক্ষীরা আন্দাজ পান যে জঙ্গিরা প্রধানমন্ত্রীর সফর চলাকালীন জম্মুতে বড়সড় নাশকতার ছক কষছে।
কাশ্মীর পুলিশ (Kashmir Police) জানিয়েছে, জম্মুর সুঞ্জওয়ান ক্যান্টনমেন্ট এলাকায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে প্রধানমন্ত্রীর সফর চলাকালীন নাশাকতার ছক কষছে, এই খবর পাওয়ার পরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। নিরাপত্তারক্ষীরা তল্লাশি শুরু করতেই লুকিয়ে থাকা জঙ্গিরা সিআইএসএফের বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে দেয়। শুরু হয় সংঘর্ষ। পুলিশ সূত্রের খবর, দু’পক্ষের গুলির লড়াইয়ে সিআইএসএফের এক জওয়ান শহিদ হয়েছেন। আরও চারজন আহত হয়েছে। এখনও গুলির লড়াই চলছে বলে পুলিশ সূত্রের দাবি।
আসলে, মোদির সফরের আগে গোটা উপত্যকাজুড়েই চলছে ধরপাকড়। কাশ্মীরের বারামুলায় গত কয়েকদিন ধরে লাগাতার সেনা-জঙ্গি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সূত্রের দাবি, গতকাল থেকে বারামুলার এক সংঘর্ষে অন্তত ৪ জঙ্গি নিকেশ হয়েছে বলে সেনা সূত্রের খবর। এদের মধ্যে সবচেয়ে বড় নাম হল লস্কর কম্যান্ডার ইউসুফ কান্ত্রু। এই ইউসুফ কান্ত্রু কাশ্মীরের প্রথম ১০ জন ওয়ান্টেড জঙ্গির তালিকায় ছিল। উপত্যকায় লস্করের সবচেয়ে পুরনো জীবিত সৈনিক ছিল সে। ইউসুফের মৃত্যুতে কাশ্মীরে লস্করের সংগঠন বড়সড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.