সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেত্রী গোয়া (Goa) সফরে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ত্রিপুরা (Tripura) সফর আসন্ন। রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা যাওয়ার কথা। এই সূচি বহুদিন ধরেই স্থির হয়ে আছে। কিন্তু তার ঠিক আগে ত্রিপুরায় জারি হয়ে গেল নয়া কোভিডবিধি। বাংলা থেকে ত্রিপুরায় গেলে করোনা পরীক্ষার RT-PCR রিপোর্ট বাধ্যতামূলক। শনিবার থেকেই নয়া বিধি লাগু হচ্ছে। আর রবিবার অভিষেকের সফর। এমনিতে RT-PCR রিপোর্ট পেতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগে। ফলে অভিষেকের সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মত, অভিষেককে রুখতেই নয়া কোভিডবিধিকে হাতিয়ার করছে বিপ্লব দেব সরকার। তবে তাঁর সভার অনুমতি দেওয়া হয়েছে।
সাংগঠনিক শক্তি বাড়াতে ত্রিপুরার মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূলের নেতা, ছাত্রনেতৃত্ব। বারবার পুলিশ প্রশাসনের বাধা সত্ত্বেও সেখানে নিয়মিত দলীয় কর্মসূচি চলছে। বেশিরভাগ সময়েই আক্রান্ত হচ্ছেন তাঁরা। কিন্তু লড়াইয়ের মাটি ছাড়তে নারাজ সকলে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhihek Banerjee) ২ বার ত্রিপুরায় গিয়েছেন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতেও। আর ২ বারই তাঁকে বাধার মুখে পড়তে হয়েছে। রবিবার ফের তাঁর যাওয়ার কথা। আগরতলায় বিশেষ কর্মসূচি রয়েছে। তবে তার আগে এবার অভিষেককে বাধা দিতে ভিন্ন কৌশল করল সে রাজ্যের শাসক দল বিজেপি। এমনই অভিযোগ তৃণমূল শিবিরের।
কী সেই কৌশল? ত্রিপুরায় জারি হয়েছে নতুন কোভিডবিধি (COVID-19 Restrictions)। বাংলা-সহ চারটি রাজ্য থেকে ত্রিপুরায় পা রাখতে হলে বাধ্যতামূলক করোনার RT-PCR রিপোর্ট। সঙ্গে তা না থাকলে বিমানবন্দরেই আটকানো হবে আগত যাত্রীদের। শনিবার থেকেই তা চালু হয়ে যাচ্ছে। রবিবার যাঁরা ত্রিপুরা যাচ্ছেন, তাঁদের এই রিপোর্ট অন্তত ৪৮ ঘণ্টা আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে, যা কার্যত অসম্ভব। নতুন নিয়ম অনুযায়ী, অভিষেক আগরতলায় নেমে RT-PCR রিপোর্ট দেখাতে না পারলে ফেরত আসতে হতে পারে। আর এখানেই রাজনৈতিক কৌশল দেখছে তৃণমূল নেতৃত্ব। নেতাদের মতে, অভিষেকের সফর ঘিরে চাঙ্গা হয়ে উঠছে তৃণমূলের কর্মী, সমর্থকরা। বাধার মুখেও রাজনৈতিক কর্মকাণ্ডে অবিচল। বিজেপি তাতেই ভয় পেয়ে কোনওভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এই সফর আটকাতে চাইছে। আর ঠিক সেই কারণেই নয়া কোভিডবিধি লাগু হল ঠিক আসার আগের দিন।
যদিও এই দাবি উড়িয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য, শুধু বাংলা নয়, দেশের যেসব রাজ্যে কোভিড পরিস্থিতি এখনও উদ্বেগজনক, সেসব রাজ্য থেকে আগত ব্যক্তিদের RT-PCR রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। এতে কোনও রাজনৈতিক যোগ নেই, সম্পূর্ণটাই স্বাস্থ্যবিধি মেনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.