সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম সরকারের পতনের পর থেকেই ত্রিপুরায় শোচনীয় ‘কমরেড’দের অবস্থা৷ গেরুয়া বাহিনীর রোষে পড়ে দল ছাড়ছেন লালেদের অনেকেই৷ এমনই পরিস্থিতিতে এবার আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অভিযোগ, শুক্রবার রাতে বিশালগড়ে ওই বর্ষীয়ান সিপিএম নেতার কনভয়ে হামলা চালানো হয়৷ যদিও ওই ঘটনায় আহত হননি কেউই৷
Tripura: Vehicle of CPM MLA Narayan Choudhury was allegedly vandalised by miscreants y’day following a ruckus which ensued while former CM Manik Sarkar was speaking at CPM meeting in Sepahijala’s Bishalgarh Office Tilla. Addl police force was deputed outside office following it. pic.twitter.com/qYNef3R1dX
— ANI (@ANI) November 16, 2018
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ঘটনার সময় পার্টির স্থানীয় বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন মানিকবাবু৷ বিশালগড়ে মানিকবাবুদের কনভয় পৌঁছাতেই হামলা চালায় দুষ্কৃতীরা৷ ভাঙচুর চালানো হয় দলের আরেক শীর্ষ নেতা নারায়ণ চৌধুরির গাড়িতে৷ এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷ হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ সিপিএম সমর্থকদের অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা৷ আতঙ্কের রাজনীতি করছে গেরুয়া শিবির৷ এদিকে, বিজেপি নেতা অশোক সিনহার দাবি, ঘটনায় কোনওভাবেই দল জড়িত নয়৷ যদিও তাঁর কথা মানতে নারাজ বামেরা৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ টুইট করে ‘অগণতান্ত্রিক শক্তি’র বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি৷ নিন্দায় সরব হয়েছে প্রদেশ কংগ্রেসও৷
উল্লেখ্য, কয়েক দশক পর ত্রিপুরার বামশাসনে ছেদ পড়েছে৷ ‘চলো পালটাই’ ডাক দিয়ে ক্ষমতায় আসে বিজেপি সরকার৷ তবে দল হারলেও ছবি ক্ষুন্ন হয়নি মানিকবাবুর৷ আজও ‘সাচ্চা’ ও ‘সর্বহারাদের’ নেতা বলেই মনে করা হয় তাঁকে৷
It is shocking to know about the attack on former Tripura Chief Minister Manik Sarkar and other senior CPM leaders of Tripura. Com. Manik Sarkar is one of the prominent leaders in this country. We condemn this… https://t.co/ZP0OOWOjm4
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) November 17, 2018
[সবরীমালা মন্দির খুলতেই ফের অশান্তি, রাজ্যজুড়ে বনধ হিন্দুত্ববাদী সংগঠনের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.