Advertisement
Advertisement

ত্রিপুরায় আক্রান্ত মানিক সরকারের কনভয়, গেরুয়া সন্ত্রাসের অভিযোগ

নিরাপদ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Tripura Ex-CM Manik Sarkar attacked
Published by: Monishankar Choudhury
  • Posted:November 17, 2018 1:01 pm
  • Updated:November 17, 2018 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম সরকারের পতনের পর থেকেই ত্রিপুরায় শোচনীয় ‘কমরেড’দের অবস্থা৷ গেরুয়া বাহিনীর রোষে পড়ে দল ছাড়ছেন লালেদের অনেকেই৷ এমনই পরিস্থিতিতে এবার আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অভিযোগ, শুক্রবার রাতে বিশালগড়ে ওই বর্ষীয়ান সিপিএম নেতার কনভয়ে হামলা চালানো হয়৷ যদিও ওই ঘটনায় আহত হননি কেউই৷

 

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ঘটনার সময় পার্টির স্থানীয় বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন মানিকবাবু৷ বিশালগড়ে মানিকবাবুদের কনভয় পৌঁছাতেই হামলা চালায় দুষ্কৃতীরা৷ ভাঙচুর চালানো হয় দলের আরেক শীর্ষ নেতা নারায়ণ চৌধুরির গাড়িতে৷ এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷ হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ সিপিএম সমর্থকদের অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা৷ আতঙ্কের রাজনীতি করছে গেরুয়া শিবির৷ এদিকে, বিজেপি নেতা অশোক সিনহার দাবি, ঘটনায় কোনওভাবেই দল জড়িত নয়৷ যদিও তাঁর কথা মানতে নারাজ বামেরা৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ টুইট করে ‘অগণতান্ত্রিক শক্তি’র বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি৷ নিন্দায় সরব হয়েছে প্রদেশ কংগ্রেসও৷ 

উল্লেখ্য, কয়েক দশক পর ত্রিপুরার বামশাসনে ছেদ পড়েছে৷ ‘চলো পালটাই’ ডাক দিয়ে ক্ষমতায় আসে বিজেপি সরকার৷ তবে দল হারলেও ছবি ক্ষুন্ন হয়নি মানিকবাবুর৷ আজও ‘সাচ্চা’ ও ‘সর্বহারাদের’ নেতা বলেই মনে করা হয় তাঁকে৷ 

                                 

[সবরীমালা মন্দির খুলতেই ফের অশান্তি, রাজ্যজুড়ে বনধ হিন্দুত্ববাদী সংগঠনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement