Advertisement
Advertisement

বামেদের হটাতে তৃণমূলে যোগ দিচ্ছেন ত্রিপুরার কংগ্রেস নেতারা

প্রাক্তন কংগ্রেস নেতারা জানিয়েছেন, ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করতেই আমরা তৃণমূলে যোগ দেব৷ বামেদের হটানোই মূল লক্ষ্য৷

Tripura Congress Leader Is Going To Join TMC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 9:01 am
  • Updated:May 31, 2016 9:01 am  

প্রণব সরকার: জুন মাসের শেষের দিকে ত্রিপুরার জোটবিরোধী কংগ্রেস নেতারা যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে৷ রবিবার কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানালেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি রতন চক্রবর্তী৷
প্রাক্তন কংগ্রেস নেতাদের দাবি, জুন মাসের শেষের দিকে ত্রিপুরা আসছেন তৃণমূলের শীর্ষনেতারা৷ সেখানেই যোগ দেবেন কংগ্রেস নেতারা৷ এ দিন বৈঠকে হাজির ছিলেন ত্রিপুরার প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মন, বিধায়ক আশিসকুমার সাহা, যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুশান্ত চৌধুরি-সহ কংগ্রেসত্যাগী শীর্ষ নেতারা৷
ত্রিপুরাতে তৃণমূলের সংগঠন মজবুত করার বিষয়ে আলোচনা হয় মুকুল রায়ের সঙ্গে৷ রতন চক্রবর্তী বলেন, “কংগ্রেসের যে সমস্ত নেতা তৃণমূলে আসবেন, তাঁদের আমরা স্বাগত জানাতে প্রস্তুত৷ ত্রিপুরা থেকে সিপিএমকে হটানোর জন্য দলের শক্তিবৃ‌দ্ধি করা হবে বলে মুকুলবাবু আশ্বাস দিয়েছেন৷ সিপিএমকে উৎখাতে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে৷ সেই কারণেই আগামী মাসে তৃণমূলের শীর্ষ নেতারা ত্রিপুরা আসছেন৷”
প্রাক্তন কংগ্রেস নেতারা জানিয়েছেন, ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করতেই আমরা তৃণমূলে যোগ দেব৷ বামেদের হটানোই মূল লক্ষ্য৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement