Advertisement
Advertisement

Breaking News

Tripura

পেশাগত দায়িত্ব পালনেও এগিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, সফলভাবে সারলেন শিশুর অস্ত্রোপচার

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে শিশুর বাবা।

Tripura CM Dr, Manik Saha successfully operates a child as special case | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 12, 2023 9:01 pm
  • Updated:January 12, 2023 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি। একাধারে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের একজন প্রথিতযশা দন্ত চিকিৎসকও। পেশায় একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে ত্রিপুরাবাসী (Tripura) কাছে সুনাম রয়েছে চিকিৎসক-অধ্যাপক মানিক সাহার। তাই মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব পালন করার পাশাপাশি চিকিৎসকের দায়িত্ব পালনেও পিছিয়ে থাকলেন না। নিজে উদ্যোগ নিয়ে পুরনো কর্মস্থল হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে একটি ১০ বছরের নাবালক ছেলের জটিল অস্ত্রোপচার করালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টিম।

মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর রাজ্যের চিকিৎসা পরিষেবা (Treatment) সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও তিনি। নিজেও একজন স্বনামধন্য চিকিৎসক। তাই স্বাস্থ্যদপ্তরের উন্নয়নের জন্য অন্যতম অগ্রাধিকার দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার আগে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। মুখ্যমন্ত্রী হওয়ার পরও পুরনো কর্মস্থল ভিজিট করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘বাড়ছে লাল ফৌজের সক্রিয়তা’, চিন সীমান্ত নিয়ে সতর্ক ভারতীয় সেনাপ্রধান]

এই অবস্থায় ফের একবার পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে মঙ্গলবার পুরনো কর্মস্থল ত্রিপুরা মেডিক্যাল কলেজে উপস্থিত হন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। এবারের মুখ্য উদ্দেশ্য ছিল ১০ বছরের একজন শিশুর Oral Cystic Lesion অস্ত্রোপচার করা। আর সেই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের টিম। এদিন ফের একবার পুরনো মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। চিকিৎসকদের নির্ধারিত গাউন পরে অস্ত্রোপচারে অংশ নেন তিনি।

এর আগে তাঁকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অন্যান্য চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। পরবর্তী সময়ে অস্ত্রোপচার শেষে মুখ্যমন্ত্রী উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, বেশ কিছুদিন পর হলেও পেশাগত দায়িত্ব পালনে তেমন কোনও অসুবিধা হয়নি। পুরনো সহকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ আগের মতই মনে হয়েছে। অস্ত্রোপচারের পর বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজধানী আগরতলার বাসিন্দা সুকান্ত ঘোষের ১০ বছরের ছেলে অকসিত ঘোষের অস্ত্রোপচার করেন মুখ্যমন্ত্রী। একদিন পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শিশুটিকে।

[আরও পড়ুন: প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় কাঁথির ছাত্রনেতা]

এদিকে, ছেলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুকান্ত ঘোষ। তিনি জানান, ”সামনে নির্বাচন থাকায় সকাল থেকে রাত পর্যন্ত মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকেন, শ্বাস ফেলার সময়টুকু পর্যন্ত নেই। এই ব্যস্ততার মধ্যেও মূল্যবান সময় বের করে আমার মত সাধারণ কার্যকর্তার ছেলের অস্ত্রোপচার করেছেন তিনি। এজন্য আমি ও আমার পরিবার উনার প্রতি চির কৃতজ্ঞ থাকব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement