Advertisement
Advertisement

Breaking News

বিপ্লবের পড়াশোনা অর্থহীন! লিখেও বদলে ফেলল উইকিপিডিয়া

বিপ্লবের মন্তব্যের সমর্থনে প্রমাণ দাখিল নেটিজেনদের, থাকল নমুনা৷

Tripura CM Biplab Deb’s education meaningless, says Wikipedia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 20, 2018 12:49 pm
  • Updated:November 12, 2018 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট৷ নইলে সঞ্জয় অমন করে যুদ্ধের ধারাবিবরণী দিলেন কী করে! আর যাঁরা এ কথা স্বীকার করতে চান না, তাঁরা আসলে নিজেদের দেশকেই ছোট করেন৷ সাফ কথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের৷ যা শুনে গোটা দেশের মানুষ কিংকর্তব্যবিমূঢ়৷ আর তারপরই কিছুক্ষণের জন্য বদলে গেল তাঁর উইকিপিডিয়ার পরিচয় পত্র৷ প্রথম জীবনে পড়াশোনার বিবরণ দিতে গিয়ে লেখা হল, যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তারপর তাঁর পড়াশোনার আর কোনও দামই থাকে না৷ যদিও পরে তা বদলে দেওয়া হয়৷

[  তত্ত্ব না থাকলে দিব্যদৃষ্টি সম্ভব নয়, বিপ্লবের পাশেই ত্রিপুরার রাজ্যপাল ]

Advertisement

সংঘ পরিবারের সদস্যদের মুখে বারবারই এ ধরনের কথা শোনা যায়৷ গোমূত্রে ক্যানসার সারা থেকে শুরু করে গণেশ প্লাস্টিক সার্জারির উদাহরণ-এরকম ভূরি ভূরি মতের নমুনা অতীতে মিলেছে৷ তারই সাম্প্রতিক সংযোজন বিপ্লব দেবের কথা৷ বিপ্লব শুধু বলেই ক্ষান্ত হননি, নিজের বক্তব্যে অনড়ও থেকেছেন৷ তারপর বেশ কিছুক্ষণের জন্য বদলে যায় তাঁর উইকিপিডিয়ার পরিচয়পত্র৷ প্রথম জীবনের বিবরণ দেওয়া থাকে ‘আর্লি লাইফ’ অংশে৷ সেখানেই লেখা ছিল, বিপ্লবের পড়াশোনা অর্থহীন৷ যেহেতু তিনি দাবি করেছেন, মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল৷

30429456_1746939472032430_1175511201_n

যদিও এখন আর তা দেখা যাচ্ছে না৷ বদলে ওই জায়গায় ৬ নম্বর রেফারেন্সটি যোগ করা হয়েছে৷ সেখানে দেওয়া আছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, যেখানে বিপ্লবের এই মন্তব্যের বিস্তারিত বিবরণ আছে৷

30429561_1746939365365774_1143406292_n

এদিকে বিপ্লবের এই মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় খোরাক চলছেই৷ কারও কারও প্রশ্ন, মহাভারতের যুগে ইন্টারনেট ছিল তাহলে চক্রব্যুহ থেকে বেরনোর উপায় নেটে সার্চ করলেন না কেন অভিমন্যু?

আবার কেউ কেউ এই ছবি দেখিয়ে বলছেন মহাভারতের যুগে ওয়াইফাই ছিল৷

01-2
ঘুরছে এ ছবিও৷ এ নাকি মহাভারতের যুগের পেনড্রাইভ!

30713243_1386612474776689_1794186262080567319_n

আর এটিই নাকি মহাভারতের আমলের সিডি!30728619_1659372510845042_6998216976208232448_n

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement