সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বেড়ে চলা বেকারত্ব ও অপুষ্টি মেটাতে এবার গরু দান করার ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সংবাদ সংস্থাকে জানান, কর্মসংস্থান ও অপুষ্টি দূরীকরণের স্বার্থে ত্রিপুরা সরকার প্রায় পাঁচ হাজার পরিবারকে গরু বিলি করবে৷ এই প্রকল্পের মাধ্যমে অন্তত পাঁচ’হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও দাবি জানান তিনি৷ এর আগেই রাজ্যের বাসিন্দাদের গরু পালনের পরামর্শ দেন বিপ্লববাবু৷ এমনকি, নিজের সরকারি আবাসনেও তিনি গো-পালন করবেন বলেও জানান৷
Today I am announcing that I will start domestication of cows at the CM residence along with my family and will consume its milk. This will also inspire people of Tripura to do the same and would help fight malnutrition: Tripura CM Biplab Kumar Deb (4.11) pic.twitter.com/kAn8Vqq6R3
— ANI (@ANI) November 5, 2018
[ক্ষমতায় থাকতে ডিভোর্সি স্ত্রীকে ১১ কোটি দিলেন ছত্তিশগড়ের রাজা]
মুখ্যমন্ত্রী বলেন, “দুই হাজার মানুষকে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারকে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে৷ কিন্তু, এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না৷ এর বদলে যদি আমরা পাঁচ হাজার পরিবারকে দশ হাজার গরু বিলি করি, তবে প্রত্যেক পরিবারে ছয় মাসের মধ্যেই উপার্জন করতে শুরু করবে৷ আর এই লক্ষ্যে খুব শীঘ্রই গরু বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷’’
[নমাজের সময় হাতে রাখা যাবে না নেলপলিশ! নয়া ফতোয়ায় চরমে বিতর্ক]
মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে ফের জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ এর আগেও মহাভারতের সময়কালে ইন্টারনেট ও স্যাটেলাইট থাকার দাবি জানিয়ে শিরোনামে এসেছিলেন বিপ্লব দেব৷
Today I am announcing that I will start domestication of cows at the CM residence along with my family and will consume its milk. This will also inspire people of Tripura to do the same and would help fight malnutrition: Tripura CM Biplab Kumar Deb (4.11) pic.twitter.com/kAn8Vqq6R3
— ANI (@ANI) November 5, 2018
[সফল আইএনএস অরিহন্ত, সম্পূর্ণ হল ভারতের ‘পারমাণবিক ত্রিশূল’]
গত এপ্রিলে বিপ্লব দেব বলেন, ‘‘ডায়ানা হেডেন ভারতীয় সৌন্দর্য নন। ডায়ানা হেডেনের জয় আগে থেকেই ঠিক ছিল৷ ডায়ানা হেডেন ভারতীয় নারীর সৌন্দর্যের নমুনা নন, ঐশ্বর্য রাই ভারতীয় সৌন্দর্য৷’’ যদিও পরে এই বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি৷ সম্প্রতি, হাঁস নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘‘পুকুরে হাঁস চরলে মাছের অক্সিজেনের জোগান বাড়ে৷’’ এই নিয়েও শুরু হয় বিতর্ক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.