Advertisement
Advertisement
Tripura

অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Biplab Kumar Deb

রাতে হাঁটতে বেরিয়ে বিপত্তি।

Tripura Chief Minister Biplab Kumar Deb evades major accident | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:August 6, 2021 9:31 pm
  • Updated:August 6, 2021 9:41 pm  

প্রণব সরকার, আগরতলা: রাতে হাঁটতে বেরিয়ে বিপত্তি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এক বেপরোয়া গাড়ির নিচে অল্পের জন্য চাপা পড়ছিলেন তিনি।

[আরও পড়ুন: Drone থেকে অস্ত্রবৃষ্টি কাশ্মীর সীমান্তে! জওয়ানদের তৎপরতায় ভেস্তে গেল জেহাদি ষড়যন্ত্র]

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আগরতলায় নিজের বাসভবনের কাছাকাছি হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তখনই প্রচণ্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর দিকে ধেয়ে আসে একটি গাড়ি। তবে সজাগ দেহরক্ষীর তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে আগরতলার আইজিএম চৌমুহনী এলাকায়। প্রতিদিনের মতোই এদিন নাইট কারফিউ পরিদর্শনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি। বিপদ দেখে চিৎকার করে ওঠেন মুখ্যমন্ত্রীর দেহরক্ষী। ফলে মুহূর্তের মধ্যে ফুটপাতের পাশে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান বিপ্লব দেব। ঘটনার পরই হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। কিছুক্ষপনের মধ্যেই ওই এলাকা থেকে গাড়ি ও তিন আরোহীকে গ্রেপ্তার করে পুলিশ। কেন আচমকা মুখ্যমন্ত্রীকে পিষে দিতে চাইছিল গাড়িটি, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। এর নেপথ্যে বড়সড় কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement

[আরও পড়ুন: Coronavirus: একধাক্কায় ৪৫ হাজারের কাছে দেশের দৈনিক সংক্রমণ, বাড়ছে অ্যাকটিভ কেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement