Advertisement
Advertisement

কোথায় জন্মেছেন বিপ্লব দেব? মুখ্যমন্ত্রীর উইকিপিডিয়া ঘিরে বিতর্ক

তিনদিনে ৩৭ বার এডিট, কিন্তু কেন?

 Tripura chief minister Biplab Deb's Wikipedia profile page repeatedly changed, claiming he was born in Bangladesh
Published by: Tanujit Das
  • Posted:August 6, 2018 4:56 pm
  • Updated:August 6, 2018 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে লড়াই কেবল সংসদের ভিতরে ও বাইরেই চলছে না, আরও একটা যুদ্ধ চলছে উইকিপিডিয়ায়৷ আরও স্পষ্ট করে বলতে গেলে, যুদ্ধ চলছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উইকিপিডিয়া প্রোফাইলে৷ গত তিনদিনে ৩৭ বার এডিট করা হয় সেই প্রোফাইল৷ বিতর্ক তৈরি হয়, একটি প্রশ্নে৷ কোন দেশে জন্মেছেন বিপ্লব দেব, ভারত নাকি বাংলাদেশ? সমস্যায় রাশ টানতে অবশেষে মুখ খোলেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ জানান, বাংলাদেশ নয়, ভারতেই জন্মেছেন তিনি৷

[রাষ্ট্রপতির অনুষ্ঠান বোমা মেরে ওড়ানোর হুমকি, গ্রেপ্তার মন্দিরের পুরোহিত]

Advertisement

গত ৩০ জুলাই প্রকাশিত হয় অসমের এনআরসি তালিকা৷ যা নিয়ে এখনও বিস্তর রাজনৈতিক টানাপোড়েন চলছে দেশজুড়ে৷ অসমে এনআরসি হলেও, পাশের রাজ্য ত্রিপুরায় নাগরিকপঞ্জিকরণের কোনও প্রয়োজন নেই বলে আগেই জানিয়ে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ কিন্তু এরপরেই কোপ পড়ে তাঁর নিজের উইকিপিডিয়া প্রোফাইলে৷ জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ৩৮ মিনিট থেকে রবিবার পর্যন্ত বারবার এডিট করা হয় বিপ্লব দেবের উইকি প্রোফাইল৷ এডিটের সংখ্যাটা ৩৭৷ সমস্যা তৈরি হয়, কোন দেশে মুখ্যমন্ত্রী জন্মেছেন সেই প্রশ্নে৷ কখনও প্রোফাইলে লেখা হয় ত্রিপুরার গোমতী জেলায় জন্মেছেন মুখ্যমন্ত্রী, আবার কখনও লেখা হয় বাংলাদেশের চাঁদপুরে৷ কেবল জন্মগ্রহণের দেশ নিয়েই সমস্যা তৈরি হয়নি৷ সঙ্গে পাল্লা দিয়ে বারবার এডিট হয় তাঁর উইকি প্রোফাইলের ‘Early Life’ বিভাগ৷ সেখানে প্রথমে লেখা হয়, ‘ অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার পর, তিনি তাঁর শৈশব ও স্কুল জীবন কাটান ত্রিপুরায়৷’  পরক্ষণেই বদলে লেখা হয়, ‘ ১৯৭১-এর ২৫ নভেম্বর বাংলাদেশে জন্মান বিপ্লব দেব৷ এরপর ১৯৭১-এ তাঁর বাবা-মা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিসাবে ভারতে প্আরবেশ করেন’৷

[সরকার চাইলে এনআরসি-তে নাম থাকত, অনুযোগ বাংলার মেয়ের]

জানা গিয়েছে, বিষয়টি নিয়ে যথেষ্ট বিব্রত মুখ্যমন্ত্রী৷ সমস্ত বিতর্ক উড়িয়ে রবিবার তিনি মুখ খোলেন৷ জানান, ভারতেই তাঁর জন্ম হয়েছে৷ বাকি সব রটনা৷ বিষয়টি তাঁদের নজর এড়ায়নি বলে জানান বিপ্লব দেবের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় মিশ্র৷ তিনি বলেন, সিটিজেনশিপ অ্যাক্ট ১৯৫৫ অনুসারে ভারতের নাগরিকত্ব পেয়েছেন মুখ্যমন্ত্রী বাবা হর্ষবর্ধন দেব৷ ১৯৬৭ থেকে তিনি, পরিবারের সঙ্গে ত্রিপুরার উদয়পুরে বসবাস করছেন৷ অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা তুলতে, ইচ্ছাকৃতভাবে এই বিভ্রাট ঘটানো হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement