Advertisement
Advertisement

ত্রিপুরায় উলটো রথের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত ৭

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

Tripura: At Least 6 Dead, 15 Injured In Kumarghat After Jagannath Rath Yatra Chariot Catches Fire | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 28, 2023 7:31 pm
  • Updated:June 28, 2023 7:31 pm  

প্রণব সরকার, আগরতলা: ত্রিপুরায় (Tripura) উলটো রথের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। রথে হাই-টেনশন তারের ছোঁয়ায় অগ্নিসংযোগ, যার জেরে হুলুস্থুল কাণ্ড আগরতলার নিকটবর্তী কুমারঘাট এলাকায়। যার জেরে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

জানা গিয়েছে আগরতলা (Agartala) থেকে কিছুটা দূরে কুমারঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শোভাযাত্রা চলাকালীন রথের চূড়ায় ওই হাই টেনশন তার ছুঁয়ে যায়। সঙ্গে সঙ্গে তড়িদাহত হন রথের পুরোহিত। রথে অগ্নিসংযোগ হয়। যার জেরে হুড়োহুড়ি পড়ে যায়। সেসময় শোভাযাত্রায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। তড়িদাহত হয়ে এবং অগ্নিসংযোগের জেরে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ের ভার্সোভা-বান্দ্রা ব্রিজ হল ‘বীর সাভারকর সেতু’, হিন্দুত্বেই ভরসা রাখছে বিজেপি]

দুর্ঘটনার পরই উদ্ধারকার্য শুরু করে প্রশাসন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রচুর পুণ্যার্থীকে। আহতদের চিকিৎসা চলছে। প্রশাসন আহতদের চিকিৎসায় সবরকম সহযোগিতার বার্তা দিয়েছে। ঘটনা গভীর শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা (Manik Saha)। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও শোকপ্রকাশ করেছেন।

[আরও পড়ুন: অসমের ডিটেনশন ক্যাম্পে ফের মৃত্যু, দেহ সৎকার ঘিরে বিতর্ক]

বিরোধীরা অবশ্য ইতিমধ্যে এই দুর্ঘটনার নেপথ্যে প্রশাসনের গাফিলতি দেখছে। প্রশ্ন উঠছে, ওই এলাকায় হাই টেনশন তার আছে জানার পরও কেন রথের গতিপথ নিয়ন্ত্রণ করা হল না? ভিড় নিয়ন্ত্রণ করতে আদৌ প্রশাসন কোনও পদক্ষেপ করেছিল কিনা, সে প্রশ্নও উঠছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement