ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গয়না হাতিয়ে নিয়ে ভিডিও কলের মাধ্যমে স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মহিলার অভিযোগ তাঁর স্বামী কর্মসূত্রে ব্রিটেন থাকেন সেখান থেকেই ভিডিও কলের মাধ্যমে তিন তালাক দেন তিনি। এই ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মহিলা।
মহিলার দাবি অনুযায়ী, ২০২২ সালে আকিব ভাটিয়ালা নামে এক ব্যক্তির সঙ্গে মুসলিম রীতি মেনে বিয়ে হয় তাঁর। বিয়ের পর প্রথম কয়েকমাস সবকিছু ঠিকঠাক চললেও ওয়াডালায় শ্বশুরবাড়ি যাওয়ার পরই সমস্যার শুরু। পরিস্থিতি আরও খারাপ নেয় যখন তিনি স্বামী ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ব্রিটেনে গিয়ে বসবাস শুরু করেন। মহিলার অভিযোগ, সেখানে পণের দাবিতে দিনের পর দিন অত্যাচার চালানো হত তাঁর উপর। এই পরিস্থিতিতে সম্প্রতি তাঁর সমস্ত গয়না জোর করে কেড়ে নিয়ে তাঁকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর ব্রিটেন থেকে তাঁকে ভিডিও কল করে তিন তালাক দেন আকিব। এর পর ব্রিটেনে মহিলা ব্রিটেন গেলেও তাঁকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি।
মহিলার স্বামী ব্রিটেনের সিউডস অঞ্চলের বসবাস করেন। সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পর মহিলা বর্তমানে মুম্বইতে থাকেন। এখানেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। মহিলার অভিযোগের ভিত্তিতে মুসলিম মহিলা (বিবাহ অধিকার সংরক্ষণ) ও ভারতীয় ন্যায় সংহিতা আইনে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, মুসলিম রীতি অনুযায়ী তিন তালাকের মাধ্যমে স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারেন। তবে এই রীতির বেলাগাম অপব্যবহারের জেরে মামলা দায়ের হয়েছিল আদালতে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয় এই রীতি সম্পূর্ণরূপে অসাংবিধানিক। ২০১৯ সালে সংসদে পাশ হয় এই সংক্রান্ত আইন মুসলিম মহিলা (বিবাহ অধিকার সংরক্ষণ)। যার মাধ্যমে এই রীতিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধীকে ৩ বছর সাজার বিধান দেওয়া রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.