Advertisement
Advertisement

Breaking News

ধর্মনিরপেক্ষ দেশে ‘তিন তালাক’ প্রথার স্থান নেই: কেন্দ্র

বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ‘তিন তালাক’ প্রথা বহাল রাখার ক্ষেত্রে জোরদার সওয়াল করে দেশে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড৷

Triple talaq not integral part of the religion: Centre in Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 8, 2016 3:26 pm
  • Updated:October 8, 2016 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে তিন তালাক প্রথার বিরুদ্ধে অমত প্রকাশ করল কেন্দ্র সরকার৷ কেন্দ্রের তরফে বলা হয়েছে, ধর্মনিরপেক্ষ দেশে তিন তালাক প্রথার কোনও স্থান নেই৷

দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের বিবাহ, বিচ্ছেদ ও উত্তরাধিকারের বিষয়গুলি নিজস্ব দেওয়ানি বিধি অনুযায়ী সম্পাদনের জন্য সাংবিধানিক স্বীকৃতি রয়েছে৷ সম্প্রতি তিন তালাক প্রথার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালত সব মামলাগুলি একত্র করে শুনানি চালাচ্ছে৷ এই হেতু পারিবারিক বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত মুসলিম আইনে কতদূর পর্যন্ত হস্তক্ষেপ করা যেতে পারে, তা খতিয়ে দেখছে আদালত৷

Advertisement

মুসলিম সম্প্রদায়ের কয়েকজন মহিলাই তিন তালাক প্রথার বিরুদ্ধে মামলা করেছেন৷ মামলাকারীরা সেখানে এই প্রথাকে সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যহীন বলে অভিযোগ তুলেছেন৷ আদালত এই ক্ষেত্রে সরকারকে ব্যাপক বিতর্কের আয়োজনের নির্দেশ দিয়েছে৷

বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ‘তিন তালাক’ প্রথা বহাল রাখার ক্ষেত্রে জোরদার সওয়াল করে দেশে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড৷ তিন তালাক প্রথা নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে আপত্তি তোলা হলেও, দেশে মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী এই সংস্থা একটি নথিতে প্রথাটিকে যতদূর সম্ভব যুক্তিযুক্ত করার চেষ্টা করেছে৷ বোর্ডের দাবি, সুপ্রিম কোর্ট কখনওই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না এবং সামাজিক সংস্কারের নামে পারিবারিক আইন নতুনভাবে লিখতে পারে না৷

গত ৭ সেপ্টেম্বর অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে শীর্ষ আদালতে স্পষ্টভাবে বলা হয়, “তিন তালাকের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্ট কোনও সিদ্ধান্ত নিতে পারে না৷ বিবাহ বিচ্ছেদে তিন তালাক প্রথা ইসলামে অনুমোদনযোগ্য৷ স্বামী কোনও সিদ্ধান্ত গ্রহণে ভাল অবস্থানে থাকে৷ তারা কখনওই হঠকারী সিদ্ধান্ত নেয় না৷ যখন বৈধ কারণ থাকে, তখনই এই প্রথা ব্যবহার করা হয়৷” বোর্ড আরও দাবি করে, “চ্যালেঞ্জ হতে পারে এমন কোনও আইনের আওতায় ধর্মশাস্ত্র পড়ে না৷” আদালতে বিবৃতিতে বোর্ড জানিয়েছে, বিবাহ, বিচ্ছেদ এবং প্রতিপালনের ভাবনা ধর্মবিশেষে ভিন্ন৷ কোনও ধর্মে স্বীকৃত অধিকারের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যায় না৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement