Advertisement
Advertisement
Yusuf Pathan

বিজেপি শাসিত পুরসভাকে চ্যালেঞ্জ, জমি দখল কাণ্ডে হাই কোর্টে ইউসুফ পাঠান

২০১২ সাল থেকে জমিটি নিয়ে বিতর্ক চলছে পাঠান এবং পুরসভার মধ্যে।

Trinamool's Yusuf Pathan moves Gujarat High court against encroachment notice
Published by: Subhajit Mandal
  • Posted:June 22, 2024 6:58 pm
  • Updated:June 22, 2024 6:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাংলোর পাশে পুরসভার জমি দখল করে রেখেছেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)! বিজেপি পরিচালিত পুরসভার এই অভিযোগকে পাল্টা চ‌্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ। পাঠানকে জমি দখলের অভিযোগে নোটিস পাঠিয়েছিল ভদোদরা পুরসভা। সংবাদ সংস্থার খবর, সেই নোটিসের বিরুদ্ধেই হাই কোর্টে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।

প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury) ‘গড়’ বলে পরিচিত বহরমপুরে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। চমকপ্রদভাবে তিনি অধীরকে হারিয়েও দিয়েছেন। আর ভোটের ফলপ্রকাশের পরেই মোদি রাজ্যের এই পুরসভা থেকে নোটিস পাঠানো হয় তৃণমূল সাংসদের কাছে। ভদোদরা পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি জানিয়েছেন, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই দেখা হচ্ছে আদালত কী সিদ্ধান্ত নেয়।

Advertisement

[আরও পড়ুন: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর হুমকি! দিল্লি পুলিশ পরিচয়ে ৩ কোটি হাতাল জালিয়াতরা]

জানা গিয়েছে, ইউসুফের একটি বাংলো রয়েছে ভদোদরার তান্দলাজা এলাকায়। সেই বাংলোর পাশে রয়েছে পুরসভার ‘টাউন প্ল্যানিং ২২ ফাইনাল প্লট ৯০’ সংরক্ষিত ওই জমিটি। নিজের আস্তাবল গড়তে ২০১২ সালে এই জমিটি পুরসভার থেকে কিনে নিতে চেয়েছিলেন পাঠান। সেই সময় পুরসভা একটি প্রস্তাব পাশ করে সেই জমি প্রাক্তন ক্রিকেটারকে দেওয়ার অনুমোদন দেয়। ২০১৪ সালে বিষয়টি যায় গুজরাট সরকারের কাছে। তখন রাজ্য প্রশাসন সেই প্রস্তাব খারিজ করে দেয়।

[আরও পড়ুন; ‘বাচ্চা চুরি করতে এসেছিস’, বলেই ইদের মেলায় যুবককে গণধোলাই, বারাসতের পর এবার বারাকপুর]

গত ১৩ জুন জমি দখল সংক্রান্ত অভিযোগ তুলেছিলেন ভদোদরার প্রাক্তন বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার। তাঁর অভিযোগ, ওই জমির চারপাশে প্রাচীর তুলে তা দখল করে রেখেছেন ইউসুফ। সেই জমি ফেরানোর আর্জি জানিয়েই পুরসভার বর্তমান স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং পুরকমিশনারকে চিঠি দিয়েছেন বিজয়। আর ১৫ জুন কাউন্সিলর নিতিন ডোঙ্গা পুরকমিশনারকে স্মারকলিপি দিয়েছেন। পুর কমিশনার জানিয়েছেন, এই নিয়ে পাঠানকে ইতিমধ্যে নোটিস পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ করা হবে। তাঁরা জানান, “ভোটে মনোনয়ন দাখিলের সময় পাঠান পুরসভার এই জমির একাংশের মালিকানা নিজের নামে দেখিয়েছেন।” তারপরই পুরসভা থেকে নোটিস পাঠানো হয় তৃণমূল সাংসদের কাছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement