Advertisement
Advertisement

Breaking News

Mahua Moitra

কোর্ট কাছারিতে মিলল না সুরাহা, দিল্লির বাংলো খালি করলেন মহুয়া

সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির সরকারি বাংলো খালি করে দিয়েছেন মহুয়া।

Trinamool's Mahua Moitra vacates Delhi bungalow after eviction notice | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:January 19, 2024 11:36 am
  • Updated:January 19, 2024 1:32 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: আইন আদালতের চক্কর কেটে সুরাহা হল না। শেষ পর্যন্ত দিল্লির বাংলো খালি করতে হল তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে(Mahua Moitra)। সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির সরকারি বাংলো খালি করে দিয়েছেন মহুয়া।

এদিন সকালেই সংসদের ডিরেক্টরেট অফ এস্টেটের তরফে একজন কর্মীকে পাঠানো হয়েছিল মহুয়ার সরকারি বাংলোতে। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, ওই সরকারি কর্মীর হাতেই বাংলোর চাবি তুলে দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। গত মঙ্গলবারই মহুয়াকে বাংলো খালি করার জন্য চূড়ান্ত নোটিস দিয়েছিল ডিরেক্টরেট অফ এস্টেট।

Advertisement

[আরও পড়ুন: সমরশক্তিতে শীর্ষে আমেরিকা, তালিকায় কত নম্বরে ভারত ও চিন?]

প্রসঙ্গত, ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে গত ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। তাঁকে ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করতে বলা হয়েছিল। মহুয়া তাতে রাজি ছিলেন না। নির্দিষ্ট ভাড়া দিয়ে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections) পর্যন্ত বাংলোটি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু দীর্ঘদিন একাধিক আদালতে কড়া নেড়েও লাভের লাভ কিছু হয়নি।

[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

সাংসদ পদ খারিজ হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মহুয়া মৈত্রকে সরকারি বাংলো ছাড়তে বলেছিল ডিরেক্টরেট অফ এস্টেট। কিন্তু তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। দিল্লি হাই কোর্ট সেসময় হস্তক্ষেপ করেনি। এই বিষয় নিয়ে মহুয়াকে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছেই আবেদন করতে বলা হয়। একই সঙ্গে মামলাটিকে তুলে নেওয়ার পরামর্শ দেয় উচ্চ আদালত। সেইমতো মহুয়া ডিরেক্টরেট অফ এস্টেটের (DoE) কাছে আবেদন করেন। তাতে লাভ হয়নি। বৃহস্পতিবার ফের দিল্লি হাই কোর্টে যান তিনি। এবারেও কাজের কাজ হয়নি। তারপরই বাংলো খালি করার সিদ্ধান্ত নিয়েছেন মহুয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement