প্রণব সরকার: রিও ওলিম্পিকে জিমন্যাস্টিক্সে চতুর্থ স্থানাধিকারী দীপা কর্মকারকে সোনার হার উপহার দিল তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার দীপার আগরতলার বাড়িতে গিয়ে এই সোনার হার তুলে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি সাংসদ মুকুল রায়৷ উপস্থিত ছিলেন সাংসদ ও বিশিষ্ট ক্রীড়াবিদ প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ দীপার জন্য কলকাতা থেকে প্রচুর মিষ্টি এনেছিলেন মুকুলবাবু৷ তাও দীপার হাতে তুলে দেন৷ দীপার বাড়িতে তখন উপস্থিত কোচ বিশ্বেশ্বর নন্দী৷ তাঁর হাতেও উপহার তুলে দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ এছাড়াও ছিলেন দীপার বাবা দুলাল কর্মকার এবং মা গৌরী কর্মকার৷
তৃণমূল কংগ্রেসের নেতাদের আসার খবর পেয়ে এদিন সাতসকালেই দীপা অভয়নগরের বাসভবনে ভিড় জমে যায়৷ স্থানীয় লোকেরা এসে বাড়ির সামনে ভিড় জমাতে থাকে৷ মুকুলবাবুর সঙ্গে আসেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী, সভাপতি সুরজিত্ দত্ত, দুই বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহা৷ এছাড়াও ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরি৷ সংবর্ধনা দেওয়ার পর সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় দীপাকে ভারতের দূত নিযুক্ত করার দাবি জানান৷ তিনি জানিয়েছেন, লোকসভার আসন্ন অধিবেশনে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হবে৷ তিনি খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার জন্য সবার কাছে অনুরোধ জানান৷ সংবর্ধনা পেয়ে আপ্লুত দীপা তৃণমূল কংগ্রেসের নেতাদের অভিনন্দন জানিয়েছেন৷ এদিকে বিধায়ক সুদীপ রায়বর্মন অভিযোগ করেছেন, দীপা কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীকে প্রাপ্য সম্মান দেয়নি রাজ্য সরকার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.