সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের স্বীকৃতি পেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হল এই স্বীকৃতি৷ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল যে জাতীয় দলের তকমা পেতে চলেছিল, সে ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়ে রেখেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের চিঠি পাওয়া ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।
কয়েকদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের এক আধিকারিক তৃণমূলকে জাতীয় দলে হিসাবে ঘোষণার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছিলেন৷ জাতীয় দলের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে কিছু আইনি মাপকাঠি রয়েছে৷ যে দল জাতীয় দলের মর্যাদা পাওয়ার দাবি জানায়, লোকসভা বা বিধানসভা নির্বাচনে ৬ শতাংশ ভোট অথবা অন্তত ৪টি রাজ্যে লোকসভায় তাদের আসন থাকতে হবে৷ অন্য শর্ত হল, তিনটি রাজ্য থেকে মোট লোকসভা আসন অর্থাৎ ৫৪২ আসনের মধ্যে তার ২ শতাংশ পেতে হবে ওই দলকে৷ যে কোনও একটি শর্ত পূরণ করলেই মেলে জাতীয় দলের মর্যাদা৷ সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলা ছাড়া ত্রিপুরা, মণিপুর ও অরুণাচল প্রদেশে প্রতিনিধিত্ব রয়েছে তৃণমূলের৷ আর তাই এল নির্বাচন কমিশনের এই স্বীকৃতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.