সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha Election) যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। সোশাল মিডিয়ায় একগুচ্ছ অভিযোগ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়ে আচরণ বিধি ভাঙার অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের দাবি, সরকারি অর্থে ভোটপ্রচার করেছেন নরেন্দ্র মোদি। গত সপ্তাহে নির্বাচন ঘোষণার প্রাক্কালে মোদি ‘বিকশিত ভারত’-এর লক্ষে দেশবাসীর সমর্থন চেয়ে খোলা চিঠি লেখেন। সেই চিঠি সবার কাছে পৌঁছয় ১৬ মার্চ।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien) আজ মুখ্য জাতীয় নির্বাচন কমিশনারকে লিখিত ভাবে জানিয়েছেন, দেশে আর্দশ আচরণ বিধি জারি হওয়ার পর সরকারি টাকা ব্যবহার করে সব সরকারি প্রকল্পের প্রচার করে জনগণকে খোলা বার্তা দেওয়া হয়েছে যা নিয়মবিরুদ্ধ। ডেরেক বলেন, “প্রধানমন্ত্রীর দপ্তরকে কাজে লাগিয়ে বিজেপি সরকারি কোষাগারের টাকায় ভারত সরকারের নাম করে একটি চিঠি সাধারণ মানুষকে পাঠিয়েছে। এটা ভোটের আবেদন ছাড়া আর কিছুই নয়”। এর সঙ্গেই প্রধানমন্ত্রীর নাম না করে তাঁর দাবি, “বিজেপি ও তাদের বারাণসী কেন্দ্রের প্রার্থী যেন সরকারি টাকা ব্যবহার করে প্রচার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।” এছাড়াও ওই চিঠি প্রত্যাহারের দাবি জানান তিনি।
ডেরেককে পালটা বিঁধে বিজেপির রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “ডেরেক ও’ব্রায়েন সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করছেন। ওঁকে যেখানে খুশি যেতে দিন। তিনি চাইলে নির্বাচন কমিশনে, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যান। তবে এই ধরনের মিথ্যা, অযৌক্তিক অভিযোগ, ওঁর দলকে কোনও সাহায্য করতে পারবে না। তৃণমূল কংগ্রেস বাংলা ও দেশের মানুষের মনে জায়গা করতে পারবে না যেটা প্রধানমন্ত্রী মোদি নিজের প্রশাসনিক দক্ষতার মাধ্যমে করেছেন। তৃণমূলের নেতাদের জন্য মানুষের মনে কোনও জায়গা নেই। এটা নির্বাচনের পর পরিষ্কার হয়ে যাবে”।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.