Advertisement
Advertisement

মুম্বই প্রশাসনকে ব্রিটিশরাজের সঙ্গে তুলনা বম্বে হাই কোর্টের

বিশ্ব খাদ্য দিবসে উপজাতি এলাকায় অনাহারে মৃত্যু নিয়ে ফড়ণবিস সরকারকে ভর্ৎসনা হাই কোর্টের৷

Tribals starve to death; The Bombay High Court blames state government
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2016 5:25 pm
  • Updated:October 16, 2016 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব খাদ্য দিবসে অনাহারে উপজাতিদের মৃত্যু প্রসঙ্গে মুম্বই সরকারকে একহাত নিল বম্বে হাই কোর্ট৷ অমরাবতী ও মেলঘাটের ১১টি জেলায় অনাহারে উপজাতিদের মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিচারপতি ভি এম কানাড়ে৷

এদিন বিচারপতি কানাড়ে দেবেন্দ্র ফড়ণবিসের সরকারকে ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনব্যবস্থার সঙ্গে তুলনা করেন৷ তিনি বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার যখন ব্রিটিশরা এখানে ছিল, তারা কখনও উপজাতিদের দিকে ফিরেও চাইত না৷ বর্তমানের আমলাতান্ত্রিক ব্যবস্থাতেও সেই  দৃষ্টিভঙ্গিই রয়ে গিয়েছে৷

Advertisement

রাজ্য সরকারের হয়ে আইনজীবী নেহা ভিড়ে বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে৷ তবে রাজ্যেরও অনেক বাধ্যবাধকতা রয়েছে৷ দারিদ্র দূরিকরণের জন্য বরাদ্দ অর্থ এখনও পুরোটা সরকারের হাতে এসে পৌঁছায়নি৷

এর পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারকে অবিলম্বে বরাদ্দ অর্থের হাতে থাকা টাকা কোথায় কতটা পরিমাণ খরচ হয়েছে, তাঁর হিসেব হাই কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি৷ একই সঙ্গে উপজাতি এলাকাগুলিতে দারিদ্র দূরীকরণের জন্য প্রয়োজনে রতন টাটা ইন্সস্টিটিউট এবং অন্যান্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলা হয়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement