Advertisement
Advertisement

আয়াপ্পা দর্শনে বাধা রূপান্তরকামীদের, উত্তেজনা সবরীমালা মন্দিরে

মহিলার পরিবর্তে পুরুষের পোশাকে ঢুকতে হবে রূপান্তরকামীদের, দাবি কেরল পুলিশের৷

Transgenders denied entry at Sabarimala
Published by: Sayani Sen
  • Posted:December 16, 2018 2:09 pm
  • Updated:December 16, 2018 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুমতী মহিলাদের সবরীমালা মন্দিরে প্রবেশ নিয়ে বিতর্কের শেষ নেই৷ এরই মাঝে এবার নতুন করে উত্তেজনার পারদ চড়াল কেরল পুলিশ৷ আন্দোলনকারী নয়, এবার খোদ পুলিশের বিরুদ্ধেই উঠল রূপান্তরকামীদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ৷ নারী নয়, পুরুষের পোশাক পরলেই আয়াপ্পার দর্শন পাওয়া সম্ভব বলেও পুলিশ জানায় ওই রূপান্তরকামীদের৷

[মেলার মাঝেই চুম্বনে মত্ত একাধিক যুগল! প্রশাসনের নির্দেশে বাতিল প্রতিযোগিতা]

তাঁদের স্বপ্ন ছিল আয়াপ্পার দর্শন করবেন৷ সেই আশাতেই চার রূপান্তরকামী শনিবার এরনাকুলাম থেকে হাঁটা শুরু করেন৷ পুলিশের বিশেষ টিম দেখে তাঁদের৷ রবিবার ভোরের দিকে ইরুমেলিতে পৌঁছান রূপান্তরকামীরা৷ অভিযোগ, সবরীমালা মন্দিরের খুব কাছে আটকে দেওয়া হয় তাঁদের৷ মহিলাদের পোশাকে কোনওমতেই মন্দিরে ঢোকা সম্ভব নয় বলেও জানানো হয়৷ পুলিশের তরফে তাঁদের আরও বলা হয়, একমাত্র পুরুষদের পোশাকেই তাঁরা আয়াপ্পার দর্শন পেতে পারেন৷ প্রথমে পুলিশের অবাস্তব দাবি মানতে রাজি হননি রূপান্তরকামীরা৷ পরে তাঁরা পুলিশের প্রস্তাব মেনে নেন৷ মহিলার পরিবর্তে পুরুষের পোশাকেই মন্দিরে ঢুকতে চান ওই চার রূপান্তরকামী৷ ততক্ষণে নিজেদের মতামত বদল করে পুলিশ৷ সাফ জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই মন্দিরে ঢুকতে পারবেন না তাঁরা৷ এত কিছুর পর যদিও আর মন্দির ঢোকা হয়নি ওই রূপান্তরকামীদের৷ পুলিশের এহেন ব্যবহারে অত্যন্ত বিরক্ত তাঁরা৷ আয়াপ্পার ভক্তদের ক্ষেত্রে এই লিঙ্গবৈষম্য মোটেও ভাল চোখে দেখছেন না রূপান্তরকামীরা৷

Advertisement

[‘হালুম’ শব্দ শুনেই বাইক ছেড়ে গাছে, লেপার্ড হানায় ত্রস্ত মহারাষ্ট্র]

গত একশো বছরের রীতি অনুযায়ী ৮ থেকে ৫০ বছর বয়সি কোনও মহিলাই সবরীমালায় প্রবেশ করতে পারতেন না৷ পুরনো নিয়মে বদল আনে সুপ্রিম কোর্ট৷ ২৮ সেপ্টেম্বর যুগান্তকারী রায় দেয় সর্বোচ্চ আদালত৷ যে কোনও বয়সি মহিলাই এই মন্দিরে পা রাখতে পারবেন বলেই জানান বিচারপতিরা৷ তবে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় হিন্দু সংগঠনগুলি আন্দোলন শুরু করে৷ একশো বছরের রীতি ভেঙে সবরীমালায় কোনওভাবেই ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারবেন না বলেই জানান আন্দোলনকারীরা৷ একই সুর মন্দির কর্তৃপক্ষের গলাতেও৷ বিক্ষোভ-আন্দোলনের জেরে এখনও পর্যন্ত কোনও মহিলাই আয়াপ্পার দর্শন পাননি৷ এরই মাঝে রবিবার মন্দিরে ঢুকতে পারলেন না রূপান্তরকামীরাও৷ রবিবারের এই ঘটনায় নতুন করে যে খানিকটা উত্তেজনার পারদ চড়ল, তা বলাই যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement