Advertisement
Advertisement

Breaking News

ভারতীয় রেল

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ, নতুন বছরের শুরু থেকেই বাড়ছে ভাড়া

জেনে নিন কত ভাড়া বাড়ছে।

Train journeys to cost more as Indian Railways hike fare
Published by: Subhajit Mandal
  • Posted:December 31, 2019 7:48 pm
  • Updated:December 31, 2019 8:13 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: নতুন বছর শুরুর আগেই যাত্রীদের জন্য দুঃসংবাদ শোনাল রেল মন্ত্রক (Indian Railways)। বছরের শুরু থেকেই অতিরিক্ত ভাড়া গুণতে হবে যাত্রীদের। আপাতত এক্সপ্রেস ও মেল ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে বলেই সূত্রের খবর। লোকাল ট্রেনের ভাড়া এখনই বাড়ানো হচ্ছে না। নতুন ভাড়া কার্যকর হবে আগামিকাল অর্থাৎ ১ জানুয়ারি ২০২০ থেকেই।

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সাধারণ নন এসি কামরার বুকিংয়ের ক্ষেত্রে কিলোমিটার পিছু ০.০১ পয়সা বাড়ানো হয়েছে। মেল বা এক্সপ্রেস ট্রেনের নন এসি কামরার ক্ষেত্রে ভাড়া বাড়ছে কিলোমিটার পিছু ০.২ পয়সা। মেল ও এক্সপ্রেস ট্রেনের এসি কামরার ক্ষেত্রে কিলোমিটার পিছু ভাড়া বাড়ছে ০.৪ পয়সা। লোকাল ট্রেনের ভাড়া অবশ্য এখনই বাড়ানো হচ্ছে না। সিজন টিকিটের ক্ষেত্রে এখনও ভাড়া বাড়ানোর কোনও প্রস্তাব দেওয়া হয়নি। আগে থেকে টিকিট কাটা থাকলেও তাঁকে বাড়তি ভাড়া গুণতে হবে না। মূলত রেলের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ভারতীয় রেলের বর্তমান কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন। পরিকাঠামোগত খাতে খরচ বাড়িয়ে যাত্রী সুরক্ষায় বাড়তি নজর দিতেই এই উদ্যোগ।

Advertisement

Railway

[আরও পড়ুন: নজির গড়ল কেরল, CAA বিরোধী প্রস্তাবে একযোগে সমর্থন শাসক ও বিরোধী শিবিরের]

আর্থিক অনটনের মধ্যেও যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনওরকম আপস করতে নারাজ ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনে কোনওরকম অশান্তি বা অপরাধমূলক কার্যকলাপ রোধ করতে তাই নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে রেল মন্ত্রকের তরফে। এমনটাই জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব। রেল সূত্রের খবর, ২০২২ সালের মধ্যে সমস্ত এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন এবং একই সঙ্গে সমস্ত স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে। এবং তারপর থেকেই শুরু হবে নজরদারি। রেল মন্ত্রকের হিসেব অনুযায়ী, মোট ৫৮ হাজার ৬০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। মূলত মহিলাদের উপর অপরাধ, চুরি-ডাকাতির মতো ঘটনায় নিয়ন্ত্রণ আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement