Advertisement
Advertisement
হকার

নেতানেত্রীর গলা নকল করে ট্রেনে ফেরি, হকারকে গ্রেপ্তার করল আরপিএফ

ধৃত হকারকে ৩৫০০ টাকা জরিমানাও করা হয়েছে৷

Train hawker arrested after his video of mimicking politicians goes viral
Published by: Sayani Sen
  • Posted:June 2, 2019 3:37 pm
  • Updated:June 2, 2019 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিকদের গলা নকল করে বক্তৃতা দিতে দিতে ট্রেনে ফেরি করে বেড়াতেন তিনি৷ সেই ‘অপরাধে’ এক খেলনা বিক্রেতাকে অভদেশ দুবে নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুরাটের আরপিএফ৷ যদিও এই অভিযোগে দুবেকে গ্রেপ্তার করা হয়েছে তা মানতে নারাজ আধিকারিকরা৷ পরিবর্তে আরপিএফের দাবি, অবৈধভাবে ট্রেনে হকারি করার জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷

[ আরও পড়ুন: মিমি-নুসরতের পোশাক নিয়ে খোঁচা, সোশ্যাল মিডিয়ায় সমালোচিত সাংবাদিক]

ছ’মিনিটের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যাতে দেখা গিয়েছে, ওই হকার নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো রাজনীতিকদের কথাবার্তার ধরন নকল করছেন৷ ওই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে হকারের গ্রহণযোগ্যতা বাড়তে শুরু করে৷ জিনিস না কিনলেও তাঁকে ঘিরে ধরে রাজনীতিকদের নকল করা বিভিন্ন কথাবার্তা শুনতে থাকেন যাত্রীরা৷

Advertisement

এনিয়ে তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখনই আচমকা গ্রেপ্তার করা হয় ওই হকারকে৷ অনেকেরই দাবি, রাজনৈতিক নেতামন্ত্রীদের নকল করার জন্যই গ্রেপ্তার করা হয়েছে তাকে৷ যদিও আরপিএফ তা মানতে নারাজ৷ তাদের পালটা দাবি, ধৃত দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ট্রেনে খেলনা বিক্রি করতেন৷ তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪, ১৪৫ বি এবংট ১৪৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ আপাতত ১০দিনের পুলিশ হেফাজতে রয়েছে দুবে৷ এছাড়াও ৩৫০০ টাকা জরিমানাও করা হয়েছে তার৷

[ আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক, প্রথম দিনেই ‘মিশন কাশ্মীর’ অমিত শাহর]

বারাণসীর বাসিন্দা দুবে বছর দুয়েক ধরে সুরাটের বিভিন্ন প্রান্তে ট্রেনে ঘুরে ঘুরে হকারি করতেন৷ রাজনীতিকদের গলা এবং তাঁদের কথা বলার ধরন নকল করে বিক্রিবাটার জেরে বেশ জনপ্রিয়তাও অর্জন করেন৷  এর আগেও একাধিকবার রাজনীতিকদের নকল করার অভিযোগ উঠেছে৷ সম্প্রতি সুপার ইম্পোজ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল হাওড়ায় বিজেপির এক যুব মোর্চার নেত্রীর বিরুদ্ধে৷ প্রিয়াঙ্কা শর্মা নামে ওই নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ৷ পরে আদালত তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়৷ সুরাটে রাজনৈতিক নেতানেত্রীদের কণ্ঠস্বর নকল করা হকারকে গ্রেপ্তারিতে সেই ঘটনারই ছায়া দেখছেন অনেকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement